আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের খরচে কাটছাঁট, উদ্বৃত্ত অর্থ গরিবদের উন্নয়নে দান। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের খরচে কাটছাঁট, উদ্বৃত্ত অর্থ গরিবদের উন্নয়নে দান। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদে আসার পর থেকেই একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান থেকে নাচগান সহ একগুচ্ছ শো বাদ দিলেন 'দাদা'। জানালেন আইপিএলের উদ্বোধনী  অনুষ্ঠানে সেইসমস্ত শোয়ের আয়োজন অর্থের অপচয় মাত্র। তাই সেগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের অর্থ বাঁচবে প্রায় ত্রিশ কোটি। যা কিনা গরিব মানুষদের অবস্থার উন্নয়নে ব‍্যবহার হবে। উপকৃত হবে প্রচুর মানুষ। দাদার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সকলে। এইরকম জনদরদী সিদ্ধান্ত যে বোর্ডের ইতিহাসেও বিরল।

No comments:

Post a Comment

Pages