এটিকে - ৩
জামশেদপুর এফসি - ১
গোটা ম্যাচে গোল হল চারটি। তার মধ্যে তিনটি গোলই পেনাল্টি থেকে। তার থেকেও গুরুত্বপূর্ণ তথ্য হল, এবারের আইএসএলে প্রথম খেলায় হারার পরে পরপর তিনটি ম্যাচে জয় পেয়ে এই মুহূর্তে লীগ তালিকার শীর্ষে এটিকে।
এটিকের হয়ে প্রথম দুটি গোল করেন রয় কৃষ্ণ, যথাক্রমে সাতান্ন এবং একাত্তর মিনিটের মাথায়। দুটি গোলই আসে পেনাল্টি থেকে। এরপর জামশেদপুরের হয়ে খেলার পঁচাশি মিনিটে একটি গোল পরিশোধ করেন ক্যাস্টেল। বলা বাহুল্য, এই গোলটিও আসে পেনাল্টি থেকে। এরপর ম্যাচের শেষ বাঁশি বাজার অব্যবহিত পূর্বে এটিকের হয়ে ব্যবধান বাড়ান এডু গার্সিয়া। গোটা ম্যাচে এটাই একমাত্র ফিল্ড গোল।
এই জয়ের ফলে এটিকের পয়েন্ট দাঁড়ালো চার ম্যাচ খেলে নয়।
জামশেদপুর এফসি - ১
গোটা ম্যাচে গোল হল চারটি। তার মধ্যে তিনটি গোলই পেনাল্টি থেকে। তার থেকেও গুরুত্বপূর্ণ তথ্য হল, এবারের আইএসএলে প্রথম খেলায় হারার পরে পরপর তিনটি ম্যাচে জয় পেয়ে এই মুহূর্তে লীগ তালিকার শীর্ষে এটিকে।
এটিকের হয়ে প্রথম দুটি গোল করেন রয় কৃষ্ণ, যথাক্রমে সাতান্ন এবং একাত্তর মিনিটের মাথায়। দুটি গোলই আসে পেনাল্টি থেকে। এরপর জামশেদপুরের হয়ে খেলার পঁচাশি মিনিটে একটি গোল পরিশোধ করেন ক্যাস্টেল। বলা বাহুল্য, এই গোলটিও আসে পেনাল্টি থেকে। এরপর ম্যাচের শেষ বাঁশি বাজার অব্যবহিত পূর্বে এটিকের হয়ে ব্যবধান বাড়ান এডু গার্সিয়া। গোটা ম্যাচে এটাই একমাত্র ফিল্ড গোল।
এই জয়ের ফলে এটিকের পয়েন্ট দাঁড়ালো চার ম্যাচ খেলে নয়।
No comments:
Post a Comment