প্রয়াত অঞ্জন, এক যুগের অবসান। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

প্রয়াত অঞ্জন, এক যুগের অবসান। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
ময়দানি ফুটবলের আধুনিকীকরণের অন‍্যতম কান্ডারী, যার হাত ধরে শতাব্দীপ্রাচীন মোহনবাগান ক্লাব থেকে লিমিটেড কোম্পানি হয়েছিল এক সময়ে, সেই অঞ্জন মিত্র আর নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পরে গতকাল প্রয়াত হন তিনি। তাঁর মৃত্যুতে কলকাতা ময়দানে গভীর শোকের ছায়া নেমে আসে। মোহন সভাপতি টুটু বসু এক শোকবার্তায় বলেন, তিনি আর অঞ্জন ছিলেন একে অন‍্যের পরিপূরক। তাঁরা দাদা-ভাইয়ের মতন। অঞ্জনের প্রয়াণে তিনি ভ্রাতৃহারা হলেন। বহু প্রাক্তন খেলোয়াড়, বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, ফুটবলপ্রেমীরা অঞ্জন মিত্রকে শেষ শ্রদ্ধা জানাতে মোহনবাগান ক্লাবে গতকাল যান। বাদ যাননি চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারাও। লাল-হলুদের অন‍্যতম শীর্ষকর্তা শ্রী দেবব্রত সরকার অঞ্জন মিত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


No comments:

Post a Comment

Pages