সকলের অলক্ষ্যে এক বিরল কৃতিত্বের অধিকারী হয়ে বসে আছেন অসমের চন্দন বোরো। খুবই অল্প বয়সে সকলের অলক্ষ্যে তিনি সুযোগ পেয়ে বসে আছেন জার্মানির টিএসজি হফেনহেইম ক্লাবে। এখন হফেনহেইমে নিয়মিত অনুশীলনও করছেন তিনি। অসাধারণ প্রতিভাবান এই কিশোরের দক্ষতায় এতটাই মুগ্ধ জার্মান ক্লাবের কর্তারা, যে চন্দনকে ছয় বছরের জন্য রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, হফেনহেইম যুব দলের অধিনায়ক হিসাবেও বিবেচিত হয়েছে চন্দনের নাম।

বিরল নজির চন্দনের। - দীপ্তাশিস দাশগুপ্ত
Share This
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment