মোহনবাগানের প্রশিক্ষক হিসাবে কোচিং কেরিয়ার আরম্ভ করতে চান ব‍্যারেটো। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

মোহনবাগানের প্রশিক্ষক হিসাবে কোচিং কেরিয়ার আরম্ভ করতে চান ব‍্যারেটো। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
একটা সময়ে তাঁর পায়ের জাদুতে ভর করে মোহনবাগান ম‍্যাচের পর ম‍্যাচ জিতেছে। ট্রফির পর ট্রফি ঘরে তুলেছে। আজও তিনি সবুজ-মেরুন জনতার চোখের মণি। আজও তাঁর নামে মোহন জনতা স্লোগান দেয়, "শীত, গ্ৰীষ্ম, বর্ষা, ব‍্যারেটোই ভরসা।"

সেই জোসে র‍্যামিরেজ ব‍্যারেটো এবার এএফসি 'এ' লাইসেন্সিং কোর্সে ছয় দিনের জন্য প্র‍্যাকটিকাল কোচিং ট্রেনিংয়ের জন্য মোহনবাগানে এসে জানালেন, মোহনবাগান ক্লাব এবং সবুজ-মেরুন সমর্থকরা চিরকাল তাঁর হৃদয়ে থাকবে। সাথে এও বললেন, সুযোগ পেলে কোচিং জীবন শুরু করতে চান মোহনবাগান থেকেই। খেলোয়াড় হিসাবে মোহনবাগানকে বহু স্মরণীয় জয়ের স্বাদ দেওয়া ব‍্যারেটো চান, এবার কোচ হিসাবে সবুজ-মেরুনকে ট্রফি দিতে।

No comments:

Post a Comment

Pages