মহিলাদের পর পুরুষদের হকি দলও অলিম্পিকে। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

মহিলাদের পর পুরুষদের হকি দলও অলিম্পিকে। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
ভারতীয় হকির বড় সাফল্যের দিন।

প্রথম মহিলাদের দল! তারপর পুরুষরা।

টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করল ভারতীয় পুরুষ হকি দল। দুই লেগের কোয়ালিফায়ারে রাশিয়ার বিরুদ্ধে এগ্ৰিগেটে জয়ী হয়ে। প্রথম লেগে রাশিয়াকে ৪-২ গোলে পরাজিত করার পর দ্বিতীয় লেগে ভারতীয় পুরুষ হকি দল রাশিয়াকে কার্যত উড়িয়ে দিল ৭-১ গোলে।

ফলে দুই লেগ মিলিয়ে ভারতীয় দল জয়ী হল ১১-৩ গোলের বিশাল ব‍্যবধানে।

এই জয়ের ফলে অলিম্পিকে হকিতে আরও একটি স্বর্ণপদক জয়ের লক্ষ্যে অভিযান আরম্ভ করবে ভারতীয় হকি দল।


No comments:

Post a Comment

Pages