খেলল গোয়া, জিতল জামশেদপুর। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

খেলল গোয়া, জিতল জামশেদপুর। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
জামশেদপুর এফসি - ১
এফসি গোয়া - ০

ঘরের মাঠে আগাগোড়া দাপটের সাথে খেলেও হারতে হল গোয়াকে। এদিন কার্যত একগাদা সুযোগ নষ্টের খেসারত দিতে হল গোয়াকে। পক্ষান্তরে একপ্রকার খেলার গতির বিরুদ্ধেই সতেরো মিনিটে গোল পেয়ে যায় জামশেদপুর। বক্সের মধ্যে বল পেয়ে জোরালো শটে তা জালে জড়িয়ে দেন ক‍্যাস্টেল। তারপর বহু আক্রমণ শানিয়েও গোল পায়নি গোয়া। যার জন্যে বেশ খানিকটা কৃতিত্ব প্রাপ্য জামশেদপুরের গোলরক্ষক সুব্রত পালের। যিনি এদিনও বেশ কয়েকটি অনবদ্য সেভ করলেন।

এদিনের জয়ের ফলে লীগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল জামশেদপুর। অন‍্যদিকে, হেরে চার নম্বরে রইল গোয়া।

No comments:

Post a Comment

Pages