চেন্নাইয়িন এফসি - ২
হায়দ্রাবাদ এফসি - ১
এককথায় অবিশ্বাস্য!
গোটা ম্যাচে নব্বই মিনিটে কোনও গোল নেই। তারপর ইনজুরি টাইমে পাঁচ মিনিটে তিন গোল! এবং অবশেষে এবারের আইএসএলে তাদের প্রথম জয় পেল চেন্নাই।
নব্বই মিনিট ০-০ থাকার পর বিরানব্বই মিনিটে গোল করে চেন্নাইকে এগিয়ে দেন শেমব্রি। এর দুই মিনিট বাদেই হায়দ্রাবাদের হয়ে ম্যাচে সমতা ফেরান কিলগালোন। কিন্তু এর ঠিক পরেই ভালসকিস আবার গোল করে চেন্নাইকে জয় এনে দেন।
হায়দ্রাবাদ এফসি - ১
এককথায় অবিশ্বাস্য!
গোটা ম্যাচে নব্বই মিনিটে কোনও গোল নেই। তারপর ইনজুরি টাইমে পাঁচ মিনিটে তিন গোল! এবং অবশেষে এবারের আইএসএলে তাদের প্রথম জয় পেল চেন্নাই।
নব্বই মিনিট ০-০ থাকার পর বিরানব্বই মিনিটে গোল করে চেন্নাইকে এগিয়ে দেন শেমব্রি। এর দুই মিনিট বাদেই হায়দ্রাবাদের হয়ে ম্যাচে সমতা ফেরান কিলগালোন। কিন্তু এর ঠিক পরেই ভালসকিস আবার গোল করে চেন্নাইকে জয় এনে দেন।
No comments:
Post a Comment