হাড্ডাহাড্ডি লড়াই, এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হল দুই দলকে। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

হাড্ডাহাড্ডি লড়াই, এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হল দুই দলকে। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
নর্থইস্ট ইউনাইটেড - ২
মুম্বাই সিটি এফসি - ২

অসাধারণ একটি ম্যাচ! যে ধরনের ম্যাচ দেখতে মাঠে যান দর্শকরা।

সবকটি গোলই হল প্রথমার্ধে।

প্রথমে নয় মিনিটে ত্রিয়াদিস গোল করে এগিয়ে দেন নর্থ ইস্টকে। তারপর আমিন চারমিতি বাইশ ও বত্রিশ মিনিটে দুটি গোল করে মুম্বাইকে ২-১ এ এগিয়ে দেন। এরপর বিয়াল্লিশ মিনিটে নর্থইস্টকে সমতায় ফেরান আসামোয়া জিয়ান। এরপর দ্বিতীয়ার্ধে আর গোল হয়নি। ফলস্বরূপ ম্যাচ ২-২ গোলে ম্যাচ অমীমাংসিত রয়ে যায়। এই ড্রয়ের ফলে নর্থ ইস্ট লীগ টেবিলে চার নম্বরে ও মুম্বাই সিটি সাত নম্বরে রইল।



No comments:

Post a Comment

Pages