কেরালা-ওড়িশা ম‍্যাচ গোলশূন্য। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

কেরালা-ওড়িশা ম‍্যাচ গোলশূন্য। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
কেরালা ব্লাস্টারস্ - ০
ওড়িশা এফসি - ০

অমীমাংসিতভাবে শেষ হল কেরালা আর ওড়িশার ম‍্যাচ। ম‍্যাচে কোনও দলই কোন গোল করতে পারেনি। যদিও দুই দলই বেশ কিছু সুযোগ পায় এদিনের খেলায়। অবশ্য কেরালা দুটি ন‍্যায‍্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়। একবার সাহালকে বক্সের মধ্যে অবৈধভাবে ফেলে দেওয়া হয়, এবং আরেকবার পেনাল্টি বক্সের ভিতরে হ‍্যান্ডবল করেন ওড়িশার একজন খেলোয়াড়। দুটি ক্ষেত্রেই পেনাল্টি না দেবার সিদ্ধান্ত নেন রেফারি শ্রীকৃষ্ণ। যা নিয়ে ম‍্যাচের পর সরব হন কেরালার কোচ এলকো সাতোরি। পরপর দুই ম‍্যাচ হারার পরে ঘরের মাঠে এদিন পয়েন্টের মুখ দেখল কেরালা।


No comments:

Post a Comment

Pages