রেকর্ড আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেনো সমার্থক হয়ে উঠেছে। এদিন জাতীয় দলের জার্সি গায়ে নয় নম্বর হ্যাটট্রিকটি করে ফেললেন তিনি। করে ফেললেন আটানব্বইটি গোলও। সবচাইতে চমকপ্রদ ব্যাপার যেটা, তা হল চৌত্রিশ বছর বয়সেও তাঁর মধ্যে কোনো ক্লান্তি নেই। এখনও তাঁর ফিটনেস এবং পারফরম্যান্স দেখলে যে কোনো তরুণ ফুটবলারও লজ্জায় পড়ে যাবেন। এদিন লিথুয়ানিয়ার বিরুদ্ধে মূলত তাঁর অসাধারণ ফুটবলের জোরেই পর্তুগাল জিতল ৬-০ গোলে। তিনটি গোল করেন রোনাল্ডো, যার মধ্যে প্রথমটি পেনাল্টি থেকে। বাকি তিনটি গোল করলেন পিজ্জি, প্যাসিয়েনসিয়া এবং বার্নার্ডো সিলভা। এই জয়ের ফলে পর্তুগাল ইউরো কোয়ালিফায়ারে নিজেদের গ্ৰুপে দুই নম্বরে রইল। চৌদ্দো পয়েন্ট নিয়ে। পরের ম্যাচে লুক্সেমবার্গকে হারালেই ইউরো ২০২০র ছাড়পত্র পেয়ে যাবে পর্তুগাল।

নতুন নতুন রেকর্ড গড়ে চলেছেন রোনাল্ডো। - দীপ্তাশিস দাশগুপ্ত
Share This
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment