আর্জেন্টিনা - ১
ব্রাজিল - ০
ফিফা ফ্রেন্ডলিতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হারতে হল পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলকে। আক্রমণ - প্রতিআক্রমণ পরিপূর্ণ এই খেলায় শুরু থেকেই দুই দলই গোলের জন্যে ঝাঁপায়। নয় মিনিটের মাথায় গ্যাব্রিয়েল জেসুসকে লিওনার্দো পারেডেস বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু জেসুস পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। তাঁর গড়ানো শট বাইরে চলে যায়। এরপর তেরো মিনিটের মাথায় মেসি অ্যালেক্স স্যান্ড্রোকে গতিতে পরাস্ত করে পেনাল্টি বক্সে ঢুকে পড়লে স্যান্ড্রো তাঁকে বাধা দেবার চেষ্টা করেন। বক্সের মধ্যে পড়ে যান মেসি। ফলস্বরূপ রেফারি পেনাল্টি দেন আর্জেন্টিনাকে। ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন ডানদিকে ঝাঁপিয়ে পড়ে আটকে দেন মেসির পেনাল্টি শট। কিন্তু ফিরতি বলে গোল করে যান মেসি। এরপর গোটা ম্যাচে দুই দলই বেশ কিছু সুযোগ পেলেও আর গোল হয়নি। যদিও আক্রমণে পাল্লা ভারি ছিল আর্জেন্টিনার। বেশ কয়েকটি অনবদ্য সেভ করেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন।
ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে জয় পাওয়ায় খুশি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। অপরদিকে, নিরুত্তাপ ব্রাজিল কোচ তিতে। যিনি এদিন প্রথম দলে রাখেননি বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে।
ব্রাজিল - ০
ফিফা ফ্রেন্ডলিতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হারতে হল পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলকে। আক্রমণ - প্রতিআক্রমণ পরিপূর্ণ এই খেলায় শুরু থেকেই দুই দলই গোলের জন্যে ঝাঁপায়। নয় মিনিটের মাথায় গ্যাব্রিয়েল জেসুসকে লিওনার্দো পারেডেস বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু জেসুস পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। তাঁর গড়ানো শট বাইরে চলে যায়। এরপর তেরো মিনিটের মাথায় মেসি অ্যালেক্স স্যান্ড্রোকে গতিতে পরাস্ত করে পেনাল্টি বক্সে ঢুকে পড়লে স্যান্ড্রো তাঁকে বাধা দেবার চেষ্টা করেন। বক্সের মধ্যে পড়ে যান মেসি। ফলস্বরূপ রেফারি পেনাল্টি দেন আর্জেন্টিনাকে। ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন ডানদিকে ঝাঁপিয়ে পড়ে আটকে দেন মেসির পেনাল্টি শট। কিন্তু ফিরতি বলে গোল করে যান মেসি। এরপর গোটা ম্যাচে দুই দলই বেশ কিছু সুযোগ পেলেও আর গোল হয়নি। যদিও আক্রমণে পাল্লা ভারি ছিল আর্জেন্টিনার। বেশ কয়েকটি অনবদ্য সেভ করেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন।
ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে জয় পাওয়ায় খুশি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। অপরদিকে, নিরুত্তাপ ব্রাজিল কোচ তিতে। যিনি এদিন প্রথম দলে রাখেননি বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে।

No comments:
Post a Comment