আফঘানিস্তান - ১
ভারত - ১
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডে চার ম্যাচ পরেও জয় অধরা ভারতের। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ড্রয়ের পর এদিন আফঘানিস্তানের বিরুদ্ধেও ম্যাচ অমীমাংসিত রাখল ভারত।
এদিনের খেলা যেন বাংলাদেশ ম্যাচের রিপিট টেলিকাস্ট। সেদিনও প্রথমার্ধে গোল হজম করার পর ম্যাচের শেষদিকে সমতা ফেরায় ভারত। সেদিন মান বাঁচিয়েছিলেন আদিল খান। আর আজকে মানরক্ষা করলেন সেইমিনলেন ডোঙ্গেল। খেলা শেষ হবার ঠিক দুই মিনিট আগে লেনের জোরালো হেড আফঘান গোলরক্ষককে পরাস্ত করে গোলে না ঢুকলে আজও হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হত ভারতকে।
এদিন শুরুটা ভালো ই করেছিল ভারত। কিন্তু বল পজেশনে আধিক্য থাকা স্বত্ত্বেও গোল আসেনি। বরং খেলার গতির বিরুদ্ধে প্রথমার্ধের শেষদিকে ডেভিড নাজেমের পাস থেকে জেলফি নার্জারি গোলার মত শটে আফঘানিস্তানকে এগিয়ে দেন। পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাঁড়ায় ভারত। কিন্তু একের পর এক সহজ সুযোগ নষ্ট করেন সুনীল-উদান্তা-মনভীররা। সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন সুনীল ছেত্রী নিজেই। শেষ পর্যন্ত ইনজুরি টাইমে ব্র্যান্ডন ফার্নান্দেজের কর্নার থেকে গোল পরিশোধ করে ভারতের হার বাঁচান লেন।
এই ড্রয়ের ফলে ভারতের পয়েন্ট দাঁড়ালো চার ম্যাচে তিন।
ভারত - ১
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডে চার ম্যাচ পরেও জয় অধরা ভারতের। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ড্রয়ের পর এদিন আফঘানিস্তানের বিরুদ্ধেও ম্যাচ অমীমাংসিত রাখল ভারত।
এদিনের খেলা যেন বাংলাদেশ ম্যাচের রিপিট টেলিকাস্ট। সেদিনও প্রথমার্ধে গোল হজম করার পর ম্যাচের শেষদিকে সমতা ফেরায় ভারত। সেদিন মান বাঁচিয়েছিলেন আদিল খান। আর আজকে মানরক্ষা করলেন সেইমিনলেন ডোঙ্গেল। খেলা শেষ হবার ঠিক দুই মিনিট আগে লেনের জোরালো হেড আফঘান গোলরক্ষককে পরাস্ত করে গোলে না ঢুকলে আজও হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হত ভারতকে।
এদিন শুরুটা ভালো ই করেছিল ভারত। কিন্তু বল পজেশনে আধিক্য থাকা স্বত্ত্বেও গোল আসেনি। বরং খেলার গতির বিরুদ্ধে প্রথমার্ধের শেষদিকে ডেভিড নাজেমের পাস থেকে জেলফি নার্জারি গোলার মত শটে আফঘানিস্তানকে এগিয়ে দেন। পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাঁড়ায় ভারত। কিন্তু একের পর এক সহজ সুযোগ নষ্ট করেন সুনীল-উদান্তা-মনভীররা। সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন সুনীল ছেত্রী নিজেই। শেষ পর্যন্ত ইনজুরি টাইমে ব্র্যান্ডন ফার্নান্দেজের কর্নার থেকে গোল পরিশোধ করে ভারতের হার বাঁচান লেন।
এই ড্রয়ের ফলে ভারতের পয়েন্ট দাঁড়ালো চার ম্যাচে তিন।

No comments:
Post a Comment