ইন্ডিয়ান ওয়েল - ২
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক - ০
ট্রফির ইতিহাসের ১২৩তম বর্ষে ফের বেটন কাপ জিতল ইন্ডিয়ান ওয়েল। গতবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে ওএনজিসিকে পরাজিত করে। আর এবার ফাইনালে ইন্ডিয়ান ওয়েল জিতল পিএনবির বিরুদ্ধে। ম্যাচের প্রথম দুটি কোয়ার্টার গোলশূন্য থাকার পর তৃতীয় কোয়ার্টারে একচল্লিশ মিনিটে করজিন্দার সিংহ গোল করে এগিয়ে দেন ইন্ডিয়ান ওয়েলকে। এরপর পয়তাল্লিশ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান ড্র্যাগফ্লিকার গুরজিন্দার সিংহ। পরে চতুর্থ কোয়ার্টারেও কোনো গোল না হওয়াতে ২-০ গোলে ফাইনালে জয়ী হয় ইন্ডিয়ান ওয়েল।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক - ০
ট্রফির ইতিহাসের ১২৩তম বর্ষে ফের বেটন কাপ জিতল ইন্ডিয়ান ওয়েল। গতবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে ওএনজিসিকে পরাজিত করে। আর এবার ফাইনালে ইন্ডিয়ান ওয়েল জিতল পিএনবির বিরুদ্ধে। ম্যাচের প্রথম দুটি কোয়ার্টার গোলশূন্য থাকার পর তৃতীয় কোয়ার্টারে একচল্লিশ মিনিটে করজিন্দার সিংহ গোল করে এগিয়ে দেন ইন্ডিয়ান ওয়েলকে। এরপর পয়তাল্লিশ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান ড্র্যাগফ্লিকার গুরজিন্দার সিংহ। পরে চতুর্থ কোয়ার্টারেও কোনো গোল না হওয়াতে ২-০ গোলে ফাইনালে জয়ী হয় ইন্ডিয়ান ওয়েল।
No comments:
Post a Comment