মহমেডান এসসি - ২
সিকিম হিমালয়ান এফসি - ১
২০১৬ র পর ২০১৯!
ফের সিকিম গভর্নরর্স গোল্ড কাপে চ্যাম্পিয়ন হল মহমেডান। শুধু তাই নয়, কলকাতার তিন প্রধানের মধ্যে এই মরসুমে প্রথম ট্রফি জিতল মহমেডানই।
এদিন শুরু থেকেই আক্রমণের রাস্তায় হাঁটে মহমেডান। এবং মাত্র চার মিনিটের মাথায় তারা গোল পেয়ে যায়। পেনাল্টি বক্সের মধ্যে বল পেয়ে ঠান্ডা মাথায় হিমালয়ান এফসির গোলরক্ষক আর্জেন পিন্টসনকে কাটিয়ে ফাঁকা গোলে বল ঠেলে দেন ভানলালবিয়া ছাংটে। কিন্তু পিছিয়ে পড়ার পর তেড়েফুঁড়ে খেলতে শুরু করে সিকিমের দলটি। বারবার তারা আক্রমণ শানাতে থাকে মহমেডানের দুর্গ অঞ্চলে। এইসময়ে সাদা কালোর গোলরক্ষক প্রিয়ান্ত সিংহ বেশ কয়েকবার একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে দলের পরিত্রাতা হয়ে ওঠেন। অপরদিকে হিমালয়ান এফসির গোলরক্ষকও মহমেডানের বেশ কিছু আক্রমণ সামাল দেন। বিরতিতে মহমেডান এগিয়ে ছিল ১-০ গোলে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একতরফা আক্রমণ করতে থাকে সিকিমের দলটি। এই সময়ে বেশ কিছু সেটপিসও আদায় করে তারা। বাষট্টি মিনিটে সমতায় ফেরে সিকিমের দলটি। ইউজিন নিমাকোর পায়ে বল পড়লে তিনি গোল লক্ষ্য করে জোরালো শট নেন। মহমেডানের গোলরক্ষক প্রিয়ান্ত সিংহের মরিয়া প্রচেষ্টা স্বত্ত্বেও বল গোললাইন অতিক্রম করে যায়।
গোল হজম করে যেন সম্বিত ফেরে মহমেডানের। তীর্থঙ্কর সরকার, আচা এবং ছাংটেরা নিজেদের মধ্যে পাস খেলে হিমালয়ান এফসির অর্ধে। উনআশি মিনিটের মাথায় ফের এগিয়ে যায় সাদা কালো ব্রিগেড। এবং এবারও গোল করেন ছাংটে। মিজো ফুটবলারটির জমিঘেষা শট আটকাতে ব্যর্থ হন হিমালয়ান এফসির গোলরক্ষক আর্জেন। বাকি সময়ে আর গোলশোধ করতে পারেনি সিকিমের দলটি। ২-১ গোলে ফাইনাল জিতে দ্বিতীয়বারের জন্য সিকিম গভর্নরর্স গোল্ড কাপ ঘরে তুলল মহমেডান। সেইসঙ্গে কোচিং জীবনে প্রথমবার ট্রফি জয়ের স্বাদ পেলেন দীপেন্দু বিশ্বাস।
সিকিম হিমালয়ান এফসি - ১
২০১৬ র পর ২০১৯!
ফের সিকিম গভর্নরর্স গোল্ড কাপে চ্যাম্পিয়ন হল মহমেডান। শুধু তাই নয়, কলকাতার তিন প্রধানের মধ্যে এই মরসুমে প্রথম ট্রফি জিতল মহমেডানই।
এদিন শুরু থেকেই আক্রমণের রাস্তায় হাঁটে মহমেডান। এবং মাত্র চার মিনিটের মাথায় তারা গোল পেয়ে যায়। পেনাল্টি বক্সের মধ্যে বল পেয়ে ঠান্ডা মাথায় হিমালয়ান এফসির গোলরক্ষক আর্জেন পিন্টসনকে কাটিয়ে ফাঁকা গোলে বল ঠেলে দেন ভানলালবিয়া ছাংটে। কিন্তু পিছিয়ে পড়ার পর তেড়েফুঁড়ে খেলতে শুরু করে সিকিমের দলটি। বারবার তারা আক্রমণ শানাতে থাকে মহমেডানের দুর্গ অঞ্চলে। এইসময়ে সাদা কালোর গোলরক্ষক প্রিয়ান্ত সিংহ বেশ কয়েকবার একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে দলের পরিত্রাতা হয়ে ওঠেন। অপরদিকে হিমালয়ান এফসির গোলরক্ষকও মহমেডানের বেশ কিছু আক্রমণ সামাল দেন। বিরতিতে মহমেডান এগিয়ে ছিল ১-০ গোলে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একতরফা আক্রমণ করতে থাকে সিকিমের দলটি। এই সময়ে বেশ কিছু সেটপিসও আদায় করে তারা। বাষট্টি মিনিটে সমতায় ফেরে সিকিমের দলটি। ইউজিন নিমাকোর পায়ে বল পড়লে তিনি গোল লক্ষ্য করে জোরালো শট নেন। মহমেডানের গোলরক্ষক প্রিয়ান্ত সিংহের মরিয়া প্রচেষ্টা স্বত্ত্বেও বল গোললাইন অতিক্রম করে যায়।
গোল হজম করে যেন সম্বিত ফেরে মহমেডানের। তীর্থঙ্কর সরকার, আচা এবং ছাংটেরা নিজেদের মধ্যে পাস খেলে হিমালয়ান এফসির অর্ধে। উনআশি মিনিটের মাথায় ফের এগিয়ে যায় সাদা কালো ব্রিগেড। এবং এবারও গোল করেন ছাংটে। মিজো ফুটবলারটির জমিঘেষা শট আটকাতে ব্যর্থ হন হিমালয়ান এফসির গোলরক্ষক আর্জেন। বাকি সময়ে আর গোলশোধ করতে পারেনি সিকিমের দলটি। ২-১ গোলে ফাইনাল জিতে দ্বিতীয়বারের জন্য সিকিম গভর্নরর্স গোল্ড কাপ ঘরে তুলল মহমেডান। সেইসঙ্গে কোচিং জীবনে প্রথমবার ট্রফি জয়ের স্বাদ পেলেন দীপেন্দু বিশ্বাস।
No comments:
Post a Comment