জামশেদপুর এফসি - ০
বেঙ্গালুরু এফসি - ০
সম্প্রতি তাঁর দক্ষতা নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল। ইদানিং অনেকে বিশেষজ্ঞই অনেক নেতিবাচক মন্তব্য করেছিলেন তাঁর সম্পর্কে। কিন্তু তিনি, 'স্পাইডারম্যান' সুব্রত পাল যে ফুরিয়ে যাননি, এবং এখনও যে তিনি জাতীয় দলের জার্সি গায়ে পড়ার ক্ষমতা রাখেন তা প্রমাণ করে দিলেন দেশের বর্তমান সেরাদের বিরুদ্ধে। শুধুমাত্র প্রথমার্ধেই পাঁচ পাঁচটি অবিশ্বাস্য সেভ করলেন। সবমিলিয়ে গোটা ম্যাচে সাতটি সেভ! তাছাড়া শুধু সেভ করাই নয়, গোটা ম্যাচ জুড়ে অনবদ্য গোলকিপিংও করলেন। স্বাভাবিক ভাবেই এই ম্যাচের সেরা খেলোয়াড় হিসাবে তাঁর ছাড়া আর কারোর নাম ভাবা সম্ভব ছিলনা।
উল্টোদিকে জাতীয় দলের পূর্বসূরীর উপস্থিতি এবং তাঁর দুর্দান্ত পারফরম্যান্স হয়তো তাতিয়ে দিয়েছিল জাতীয় দলের গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধুকে। প্রথমার্ধে সার্জিও ক্যাস্টেলের একটা শট পোস্টে লাগার ঘটনা বাদ দিলে গোটা ম্যাচে তিনিও পরাস্ত হননি। দ্বিতীয়ার্ধে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুটি অকল্পনীয় সেভ করলেন। বিশেষত ফারুক চৌধুরীর বাইসাইকেল কিকটি যেভাবে তিনি রুখলেন তাঁর জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়।
দুই দিকে দুই গোলরক্ষকের অসাধারণ খেলার সৌজন্যে গোল না হওয়া ম্যাচেও উত্তেজনার অভাব ছিল না। আর সুব্রত পালের সৌজন্যে এই ম্যাচ ড্র করে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে লীগ শীর্ষে জামশেদপুর। অপরদিকে, তিন ম্যাচের পরেও এবারের আইএসএলে এখনও জয় অধরা গতবারের চ্যাম্পিয়নদের।
বেঙ্গালুরু এফসি - ০
সম্প্রতি তাঁর দক্ষতা নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল। ইদানিং অনেকে বিশেষজ্ঞই অনেক নেতিবাচক মন্তব্য করেছিলেন তাঁর সম্পর্কে। কিন্তু তিনি, 'স্পাইডারম্যান' সুব্রত পাল যে ফুরিয়ে যাননি, এবং এখনও যে তিনি জাতীয় দলের জার্সি গায়ে পড়ার ক্ষমতা রাখেন তা প্রমাণ করে দিলেন দেশের বর্তমান সেরাদের বিরুদ্ধে। শুধুমাত্র প্রথমার্ধেই পাঁচ পাঁচটি অবিশ্বাস্য সেভ করলেন। সবমিলিয়ে গোটা ম্যাচে সাতটি সেভ! তাছাড়া শুধু সেভ করাই নয়, গোটা ম্যাচ জুড়ে অনবদ্য গোলকিপিংও করলেন। স্বাভাবিক ভাবেই এই ম্যাচের সেরা খেলোয়াড় হিসাবে তাঁর ছাড়া আর কারোর নাম ভাবা সম্ভব ছিলনা।
উল্টোদিকে জাতীয় দলের পূর্বসূরীর উপস্থিতি এবং তাঁর দুর্দান্ত পারফরম্যান্স হয়তো তাতিয়ে দিয়েছিল জাতীয় দলের গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধুকে। প্রথমার্ধে সার্জিও ক্যাস্টেলের একটা শট পোস্টে লাগার ঘটনা বাদ দিলে গোটা ম্যাচে তিনিও পরাস্ত হননি। দ্বিতীয়ার্ধে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুটি অকল্পনীয় সেভ করলেন। বিশেষত ফারুক চৌধুরীর বাইসাইকেল কিকটি যেভাবে তিনি রুখলেন তাঁর জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়।
দুই দিকে দুই গোলরক্ষকের অসাধারণ খেলার সৌজন্যে গোল না হওয়া ম্যাচেও উত্তেজনার অভাব ছিল না। আর সুব্রত পালের সৌজন্যে এই ম্যাচ ড্র করে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে লীগ শীর্ষে জামশেদপুর। অপরদিকে, তিন ম্যাচের পরেও এবারের আইএসএলে এখনও জয় অধরা গতবারের চ্যাম্পিয়নদের।
No comments:
Post a Comment