হায়দ্রাবাদ এফসি - ২
কেরালা ব্লাস্টারস্ - ১
দুই ম্যাচে জঘন্য হারের পর অবশেষে পয়েন্টের খাতা খুলল হায়দ্রাবাদ। পিছিয়ে পড়েও তারা জয় পেল কেরালার বিরুদ্ধে। প্রথমে রাহুল প্রবীণের গোলে এগিয়ে যায় কেরালা। এরপর পেনাল্টি থেকে গোল করে হায়দ্রাবাদকে সমতায় ফেরান স্ট্যানকোভিচ। একাশি মিনিটে হায়দ্রাবাদের হয়ে জয়সূচক গোলটি করেন মার্সেলিনহো।
কেরালা ব্লাস্টারস্ - ১
দুই ম্যাচে জঘন্য হারের পর অবশেষে পয়েন্টের খাতা খুলল হায়দ্রাবাদ। পিছিয়ে পড়েও তারা জয় পেল কেরালার বিরুদ্ধে। প্রথমে রাহুল প্রবীণের গোলে এগিয়ে যায় কেরালা। এরপর পেনাল্টি থেকে গোল করে হায়দ্রাবাদকে সমতায় ফেরান স্ট্যানকোভিচ। একাশি মিনিটে হায়দ্রাবাদের হয়ে জয়সূচক গোলটি করেন মার্সেলিনহো।

No comments:
Post a Comment