মহানদীর তীরে কলিঙ্গজয় অধরাই রয়ে গেল আনন্দনগরীর। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

মহানদীর তীরে কলিঙ্গজয় অধরাই রয়ে গেল আনন্দনগরীর। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
ওড়িশা এফসি - ০
এটিকে এফসি - ০

প্রচুর সুযোগ পেয়েও গোল করতে ব‍্যর্থ এটিকে। ফলে ওড়িশার ঘরের মাঠে ওড়িশাকে বাগে পেয়েও তাদের হারাতে ব‍্যর্থ লাল সাদা ব্রিগেড। বারবার তাদের আক্রমণ প্রতিহত করেন ওড়িশার গোলরক্ষক আরাশপ্রীত। ম‍্যাচের সেরাও হন তিনি। পরপর তিন ম‍্যাচে জয়ের পর তাই এদিন এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাদের। যদিও লীগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখল তারা।


No comments:

Post a Comment

Pages