বেঙ্গালুরু এফসি - ৩
চেন্নাইয়িন এফসি - ০
এককথায় একপেশে ম্যাচ!
যে ম্যাচে আগাগোড়াই দাপট দেখালো বেঙ্গালুরু।
খেলার মাত্র চৌদ্দ মিনিটেই এরিক পার্তালুর গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। দশ মিনিট কাটতে না কাটতেই ফের গোল! এবার সুনীল ছেত্রী। ম্যাচ শেষ হবার ছয় মিনিট আগে চেন্নাইয়ের কফিনে শেষ পেরেক পুঁতে দেন সেমবোই হাওকিপ, বেঙ্গালুরুর হয়ে তৃতীয় এবং শেষ গোলটি করে।
এবারের আইএসএলে এটাই প্রথম জয় বেঙ্গালুরুর। উল্টোদিকে চারটি ম্যাচ খেলে তিনটিতেই হেরে লীগ তালিকার সর্বশেষ স্থানে রইল চেন্নাই।
চেন্নাইয়িন এফসি - ০
এককথায় একপেশে ম্যাচ!
যে ম্যাচে আগাগোড়াই দাপট দেখালো বেঙ্গালুরু।
খেলার মাত্র চৌদ্দ মিনিটেই এরিক পার্তালুর গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। দশ মিনিট কাটতে না কাটতেই ফের গোল! এবার সুনীল ছেত্রী। ম্যাচ শেষ হবার ছয় মিনিট আগে চেন্নাইয়ের কফিনে শেষ পেরেক পুঁতে দেন সেমবোই হাওকিপ, বেঙ্গালুরুর হয়ে তৃতীয় এবং শেষ গোলটি করে।
এবারের আইএসএলে এটাই প্রথম জয় বেঙ্গালুরুর। উল্টোদিকে চারটি ম্যাচ খেলে তিনটিতেই হেরে লীগ তালিকার সর্বশেষ স্থানে রইল চেন্নাই।
No comments:
Post a Comment