শেষ মুহূর্তের গোলে হার বাঁচালো গোয়া। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

শেষ মুহূর্তের গোলে হার বাঁচালো গোয়া। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
এফসি গোয়া - ২
নর্থইস্ট ইউনাইটেড - ২

এককথায় অসাধারণ ম‍্যাচ! আক্রমণ-প্রতিআক্রণ, একের পর এক উত্তেজনাকর মুহূর্ত, কি নেই। প্রথমার্ধে বৌমাসের দুরন্ত গোলে এগিয়ে যায় গোয়া। কিন্তু আসামোয়া জিয়ানের গোলে চুয়ান্ন মিনিটে সমতা ফিরিয়ে আনে নর্থইস্ট। এরপর চুয়াত্তর মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে নর্থইস্টকে এগিয়ে দেন রিডিম লাং। এরপর ইনজুরি টাইমে লেন লালকার্ড দেখায় দশজন হয়ে যায় গোয়া। যখন মনে হচ্ছে, নর্থইস্টের জয় নিশ্চিত, ঠিক তখনই মনভীরের দুরন্ত হেড ম‍্যাচে সমতা ফিরিয়ে আনে। শেষ পর্যন্ত ২-২ গোলে ম‍্যাচ অমীমাংসিত থাকে। ম‍্যাচের সেরা হয়েছেন রিডিম লাং।

No comments:

Post a Comment

Pages