শুধু ট্রফি জেতাই লক্ষ্য নয় আলেহান্দ্রোর। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

শুধু ট্রফি জেতাই লক্ষ্য নয় আলেহান্দ্রোর। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
ইস্টবেঙ্গলকে শতবর্ষে আইলীগ তো জেতাতে চানই। যে কারণে প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না। সল্টলেক সাইতে পুরোদমে অনুশীলন চালাচ্ছেন আইলীগ জেতার লক্ষ্যে। কিন্তু শুধু মাত্র আইলীগ বা অন্য কোনো ট্রফি জেতাই তাঁর লক্ষ্য নয়। তাঁর লক্ষ্য আরও বড়।

কি সেই লক্ষ্য?

ইস্টবেঙ্গল দলের বর্তমান প্রশিক্ষক আলেহান্দ্রো মেনেন্ডেজ গার্সিয়া চান, ট্রফি জেতার পাশাপাশি আরও নতুন ফুটবলার তুলে আনতে। সেই কারণেই জুনিয়র ফুটবলারদের বেশি বেশি করে সুযোগ দিতে চান। আই লীগে সেই সুযোগ নেই, তাই ডুরান্ড এবং কলকাতা লীগে যত বেশি সম্ভব জুনিয়র খেলোয়াড়দের মাঠে নামিয়েছেন। কারণ আলেহান্দ্রো জানেন, কোনো খেলোয়াড়কে তৈরি করতে গেলে তাঁকে বেশি করে খেলার সুযোগ দিতে হবে। যে ফর্মুলায় একটা সময়ে রিয়াল মাদ্রিদের মতো বিশ্বসেরা ক্লাবে একের পর এক ফুটবলার তুলে এনেছেন, ঠিক সেই ভাবেই ইস্টবেঙ্গলেও একের পর এক ভালো খেলোয়াড়কে গড়তে চান তিনি।

No comments:

Post a Comment

Pages