দুই মাসের বেতন বাকি, আর না ফেরার হুমকি সাইরাসের। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

দুই মাসের বেতন বাকি, আর না ফেরার হুমকি সাইরাসের। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
মোহনবাগানে খেলোয়াড়দের বেতন বাকি পড়ে থাকাটা এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে নবতম সংযোজন ড‍্যানিয়েল সাইরাস। ত্রিনিদাদ-টোবাগোর এই ডিফেন্ডার এখন জাতীয় দলের হয়ে খেলার জন্য দেশে ফিরে গিয়েছেন, মোহনবাগানের হয়ে শেখ কামাল আন্তর্জাতিক কাপে খেলার পর। আই লীগের আগে তাঁর ফিরে আসার কথা। কিন্তু এইমুহূর্তে তাঁর দুই মাসের বেতন বাকি। যা অবিলম্বে চান সাইরাস। যদি সত্বর তাঁর বকেয়া টাকা না দেওয়া হয়, তিনি সেক্ষেত্রে আর ভারতে ফিরবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই পরিস্থিতিতে মোহন কর্তারা কি করেন, সেটাই দেখার।

No comments:

Post a Comment

Pages