হার দিয়ে যাত্রা শুরু এটিকের। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

হার দিয়ে যাত্রা শুরু এটিকের। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
কেরালা ব্লাস্টারস - ২
এটিকে - ১

এককথায় হতশ্রী ফুটবল!

এটাই বলা চলে এটিকের সম্পর্কে। এরকম খেললে জয় আসা সম্ভব নয়। আসেওনি।

ফলস্বরূপ হার দিয়েই আইএসএল যাত্রা শুরু এটিকের।

অ্যান্টোনিও লোপেজ হাবাস, যার কোচিংএ প্রথম বছর আইএসএল জিতেছিল এটিকে, তিনি পুনরায় দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল এটিকের প্রথম ম‍্যাচ।

ম‍্যাচে ছয় মিনিটের মাথায় কারল ম‍্যাকহাগের বিশ্বমানের গোলে এগিয়ে যায় এটিকে। কেরালার হয়ে সমতা ফেরান বার্থোলোমিও ওগবেচে। পেনাল্টি থেকে। এরপর প্রথমার্ধের শেষ দিকে ওগবেচেই আবার গোল করে এগিয়ে দেন কেরালাকে। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল ছিল ২-১।

পিছিয়ে পড়া অবস্থায় এরপর দ্বিতীয়ার্ধেও কোনও তাগিদ দেখা যায়নি এটিকের খেলাতে। সবচেয়ে বড় কথা, কেরালার সেরা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান চোটের কারণে মাঠের বাইরে। তাও গোল পরিশোধ করতে ব‍্যর্থ এটিকে। শেষ পর্যন্ত ২-১ এ ম‍্যাচ জিতে নেয় কেরালা।

ছবি সৌজন্যে:- আইএসএল।


No comments:

Post a Comment

Pages