বেঙ্গালুরু এফসি - ০
নর্থইস্ট ইউনাইটেড - ০
প্রথম ম্যাচেই আটকে গেল গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা। তাও আবার নিজেদের ঘরের মাঠে। দুরন্ত খেলে তাদের রুখে দিল নর্থইস্ট ইউনাইটেড। গোটা ম্যাচে প্রাধান্য রেখে, বহু সুযোগ তৈরি করেও গোলের মুখ খুলতে ব্যর্থ বেঙ্গালুরু। সুনীল ছেত্রী নিজেই নষ্ট করেন একাধিক সুযোগ। বেশ কয়েকটি ভালো সেভ করেন নর্থইস্ট ইউনাইটেডের গোলরক্ষক শুভাশিষ রায়চৌধুরী।
অপরদিকে নর্থইস্টের আসামোয়া জিয়ানের শট ক্রসপিসে লেগে বেরিয়ে যাওয়ায় অল্পের জন্য গোল পাওয়া থেকে বঞ্চিত হয় নর্থইস্ট। নাহলে চাপে পড়তেই পারত বেঙ্গালুরু।
ম্যাচের সেরা হয়েছেন বেঙ্গালুরুর রাফায়েল কাস্ট্রো।
নর্থইস্ট ইউনাইটেড - ০
প্রথম ম্যাচেই আটকে গেল গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা। তাও আবার নিজেদের ঘরের মাঠে। দুরন্ত খেলে তাদের রুখে দিল নর্থইস্ট ইউনাইটেড। গোটা ম্যাচে প্রাধান্য রেখে, বহু সুযোগ তৈরি করেও গোলের মুখ খুলতে ব্যর্থ বেঙ্গালুরু। সুনীল ছেত্রী নিজেই নষ্ট করেন একাধিক সুযোগ। বেশ কয়েকটি ভালো সেভ করেন নর্থইস্ট ইউনাইটেডের গোলরক্ষক শুভাশিষ রায়চৌধুরী।
অপরদিকে নর্থইস্টের আসামোয়া জিয়ানের শট ক্রসপিসে লেগে বেরিয়ে যাওয়ায় অল্পের জন্য গোল পাওয়া থেকে বঞ্চিত হয় নর্থইস্ট। নাহলে চাপে পড়তেই পারত বেঙ্গালুরু।
ম্যাচের সেরা হয়েছেন বেঙ্গালুরুর রাফায়েল কাস্ট্রো।
No comments:
Post a Comment