হেরে বিদায় গোকুলমের। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

হেরে বিদায় গোকুলমের। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
চট্টগ্রাম আবাহনী - ৩
গোকুলম কেরালা এফসি - ২

দুদুবার এগিয়ে গিয়েও হার!

হ‍্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি।

এবং সেমিফাইনালে এই হারের ফলে শেখ কামাল আন্তর্জাতিক কাপ থেকে বিদায় নিল গোকুলম।

এদিন শুরু থেকেই দাপট দেখাতে আরম্ভ করে গোকুলম। ঊনত্রিশ মিনিটে হেনরির গোলে এগিয়ে যায় তারা। যখন ভাবা হচ্ছে, খেলায় একচ্ছত্র আধিপত‍্য বিস্তার করবে গোকুলম, তখনই ঘুরে দাঁড়ায় চট্টগ্রাম আবাহনী। সাতচল্লিশ মিনিটের মাথায় বাংলাদেশের দলটিকে সমতায় ফেরান দিদিয়ের। এরপর আশি মিনিটে দুরন্ত গোল করে মার্কাস জোসেফ ফের এগিয়ে দেন গোকুলমকে। যখন গোকুলম শিবির জয় নিশ্চিত ভেবে আনন্দে মেতে উঠতে উদ্যত, তখনই তাদের আশায় একবালতি ঠান্ডা জল ঢেলে দেন দিদিয়ের। আবার গোল করে সমতায় ফেরান চট্টগ্রামকে। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর অতিরিক্ত সময়ে চট্টগ্রামকে  এগিয়ে দেন ম‍্যাথিউ। মুহর্মুহ আক্রমণ শানিয়েও সেই গোল পরিশোধ করতে পারেনি গোকুলম। ফলস্বরূপ, হেরে বিদায় নিতে হয় তাদের। আর চট্টগ্রাম আবাহনী পৌঁছে গেল ফাইনালে।

No comments:

Post a Comment

Pages