এগিয়ে গিয়েও ড্র, আবারও জয় অধরা চ্যাম্পিয়নদের। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

এগিয়ে গিয়েও ড্র, আবারও জয় অধরা চ্যাম্পিয়নদের। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
বেঙ্গালুরু এফসি - ১
এফসি গোয়া - ১

প্রথম খেলায় নর্থইস্টের বিরুদ্ধে ঘরের মাঠে আটকে গিয়েছিল তারা। এদিন গোয়ার বিরুদ্ধে এগিয়ে গিয়েও জিততে ব্যর্থ সুনীলরা। ফলস্বরূপ দুই ম্যাচে পয়েন্ট মাত্র দুই গতবারের চ্যাম্পিয়নদের।

এদিন প্রথমার্ধ গোলশূন্য থাকার পরে দ্বিতীয়ার্ধে বাষট্টি মিনিটে গোয়ার রক্ষণের ভুলে বেঙ্গালুরুকে এগিয়ে দেন উদান্তা সিংহ। খেলার একেবারে অন্তিম লগ্নে পেনাল্টি থেকে গোল করে গোয়াকে সমতায় ফেরান ফেরান কোরোমিনাস।এই নিয়ে আইএসএলে তাঁর ছত্রিশ নম্বর গোল হয়ে গেল বেয়াল্লিশ ম্যাচে। সাথে এই মরশুমে দুই ম্যাচে দুই গোল হয়ে গেল এই স্প্যানিশ তারকার।

একটি ম্যাচে জয় ও পরেরটিতে ড্র। দুই ম্যাচ খেলে গোয়া রইল চার পয়েন্টে।



ছবি সৌজন্যেঃ- আইএসএল
 

No comments:

Post a Comment

Pages