দ্বিতীয় ম‍্যাচেও জয় অধরা চেন্নাইয়ের। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

দ্বিতীয় ম‍্যাচেও জয় অধরা চেন্নাইয়ের। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
চেন্নাইয়িন এফসি - ০
মুম্বাই সিটি এফসি - ০

আইওসএলের প্রথম খেলায় হারার পরে দ্বিতীয় খেলাতেও জয় অধরাই রয়ে গেল চেন্নাইয়িনের। এদিন বেশ কিছু সুযোগ পাওয়া স্বত্ত্বেও গোল করতে ব‍্যর্থ হয় তারা। অপরদিকে প্রথম ম‍্যাচের মতোই এদিনও পুরোপুরি ভারতীয় খেলোয়াড়দের নিয়ে গড়া রক্ষণ এবং এক ভারতীয় গোলরক্ষককে নিয়ে ক্লিনশিট ধরে রাখল মুম্বাই সিটি। যে কারণে গোল না করতে পারলেও অ্যাওয়ে ম‍্যাচ থেকে এক পয়েন্ট তুলে নিল তারা।

এই ড্রয়ের ফলে দুই ম‍্যাচে চার পয়েন্ট হল মুম্বাইয়ের। অপরদিকে সমসংখ্যক ম‍্যাচে চেন্নাইয়ের পয়েন্ট এক।


No comments:

Post a Comment

Pages