মোহনবাগান - ২
টিসি স্পোর্টস - ০
প্রথম ম্যাচের হার ভুলে দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল মোহনবাগান। সেইসঙ্গে বাঁচিয়ে রাখল শেখ কামাল ইন্টারন্যাশনাল কাপে শেষ চারে যাবার আশাও। মোহনবাগানের হয়ে গোলদুটি করেন ড্যানিয়েল সাইরাস এবং সালভাডোর চামোরো। অসংখ্য সহজ সুযোগ নষ্ট না করলে আরও বড় ব্যবধানে জিততে পারতো সবুজ মেরুন শিবির। গ্ৰুপে মোহনবাগানের শেষ খেলা আজ, চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে। সেমিফাইনালের পথ প্রশস্ত করতে গেলে যে ম্যাচে মোহনবাগানকে শুধু যে জিততে হবে তাই নয়, বাড়িয়ে রাখতে হবে গোল পার্থক্যও।
টিসি স্পোর্টস - ০
প্রথম ম্যাচের হার ভুলে দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল মোহনবাগান। সেইসঙ্গে বাঁচিয়ে রাখল শেখ কামাল ইন্টারন্যাশনাল কাপে শেষ চারে যাবার আশাও। মোহনবাগানের হয়ে গোলদুটি করেন ড্যানিয়েল সাইরাস এবং সালভাডোর চামোরো। অসংখ্য সহজ সুযোগ নষ্ট না করলে আরও বড় ব্যবধানে জিততে পারতো সবুজ মেরুন শিবির। গ্ৰুপে মোহনবাগানের শেষ খেলা আজ, চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে। সেমিফাইনালের পথ প্রশস্ত করতে গেলে যে ম্যাচে মোহনবাগানকে শুধু যে জিততে হবে তাই নয়, বাড়িয়ে রাখতে হবে গোল পার্থক্যও।
No comments:
Post a Comment