নোবেল বিজয়ীকে আজীবন সদস্যপদ উপহার মোহনবাগানের। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

নোবেল বিজয়ীকে আজীবন সদস্যপদ উপহার মোহনবাগানের। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
নোবেলজয়ী অর্থনীতিবিদ শ্রী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিকভাবে আজীবনের জন্য সদস্যপদ প্রদান করল মোহনবাগান ক্লাব। তাঁর বাড়িতে গিয়ে তাঁর হাতে এই সদস্যপদ প্রদান করেন মোহনবাগানের দুই শীর্ষকর্তা সৃঞ্জয় বসু এবং দেবাশীষ দত্ত। সাথে উপহার দেন সবুজ মেরুন জার্সিও। যা পেয়ে রীতিমতো আনন্দিত ইস্টবেঙ্গল সমর্থক অভিজিৎ। তিনি বলেন, 'মোহনবাগান ভারতের অন‍্যতম সেরা ক্লাব। তাদের তরফে এই সম্মান পেয়ে তিনি গর্বিত।'

No comments:

Post a Comment

Pages