মুম্বাই সিটি এফসি - ১
কেরালা ব্লাস্টারস - ০
আগাগোড়া উত্তেজক ম্যাচ। যেখানে কিনা দুই দলই গোলের প্রচুর সুযোগ পেয়েছিল। শেষ পর্যন্ত গোল করে মুম্বাইকে জয় এনে দেন আমাইন চারমিতি। তিউনিসিয়ার এই খেলোয়াড়টি বিরাশি মিনিটের মাথায় বক্সের মাথায় বল পেয়েই জোরালো শট নেন গোল লক্ষ্য করে, এবং কেরালার গোলরক্ষক বিলাল খানকে দাঁড় করিয়ে তা গোলে ঢুকে যায়। বাকি সময়ে কেরালা আর গোল শোধ করতে পারেনি। চারমিতির করা একমাত্র গোলে শেষে জয়ী হয় মুম্বাই সিটি এফসি। প্রথম ম্যাচেই জয় পেল তারা। উল্লেখযোগ্য বিষয় হলো, মুম্বাইয়ের রক্ষণে কোনো বিদেশি খেলোয়াড় নেই। গোলরক্ষকও ভারতীয়। তাও তারা এদিন প্রথম খেলাতেই ক্লিনশিট অর্জন করে কেরালার মত একটি দলের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে, যাদের আক্রমণভাগ খুবই শক্তিশালী। বিশেষত যে দলে বার্থোলোমিও ওগবেচের মত খেলোয়াড় আছেন।
অপরদিকে, প্রথম খেলায় এটিকের বিরুদ্ধে জেতার পর দ্বিতীয় ম্যাচেই ঘরের মাঠে মুখ থুবড়ে পড়ল কেরালা ব্লাস্টারস। দুই ম্যাচে তাঁদের পয়েন্ট এখন তিন।
কেরালা ব্লাস্টারস - ০
আগাগোড়া উত্তেজক ম্যাচ। যেখানে কিনা দুই দলই গোলের প্রচুর সুযোগ পেয়েছিল। শেষ পর্যন্ত গোল করে মুম্বাইকে জয় এনে দেন আমাইন চারমিতি। তিউনিসিয়ার এই খেলোয়াড়টি বিরাশি মিনিটের মাথায় বক্সের মাথায় বল পেয়েই জোরালো শট নেন গোল লক্ষ্য করে, এবং কেরালার গোলরক্ষক বিলাল খানকে দাঁড় করিয়ে তা গোলে ঢুকে যায়। বাকি সময়ে কেরালা আর গোল শোধ করতে পারেনি। চারমিতির করা একমাত্র গোলে শেষে জয়ী হয় মুম্বাই সিটি এফসি। প্রথম ম্যাচেই জয় পেল তারা। উল্লেখযোগ্য বিষয় হলো, মুম্বাইয়ের রক্ষণে কোনো বিদেশি খেলোয়াড় নেই। গোলরক্ষকও ভারতীয়। তাও তারা এদিন প্রথম খেলাতেই ক্লিনশিট অর্জন করে কেরালার মত একটি দলের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে, যাদের আক্রমণভাগ খুবই শক্তিশালী। বিশেষত যে দলে বার্থোলোমিও ওগবেচের মত খেলোয়াড় আছেন।
অপরদিকে, প্রথম খেলায় এটিকের বিরুদ্ধে জেতার পর দ্বিতীয় ম্যাচেই ঘরের মাঠে মুখ থুবড়ে পড়ল কেরালা ব্লাস্টারস। দুই ম্যাচে তাঁদের পয়েন্ট এখন তিন।
No comments:
Post a Comment