মোহনবাগান - ১
চট্টগ্রাম আবাহনী - ০
অপ্রতিরোধ্য মোহনবাগান!
বিশেষত, এদিন যে ফুটবল খেলল কিবু ভিকুনার দল, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়।
ফলস্বরূপ, প্রথম ম্যাচে হারের পরেও উপর্যুপরি দুই ম্যাচে জয়লাভ করে শেখ কামাল ইন্টারন্যাশনাল কাপের সেমিফাইনালে চলে গেল মোহনবাগান। মোহনবাগানের হয়ে জয়সূচক গোলটি করেন ভি পি সুহের। খেলার ষাট মিনিটের মাথায় আবাহনীর পেনাল্টি বক্সের কাছাকাছি একটি লং বল উড়ে আসে। সুহের সেই বল ধরে গায়ে লেগে থাকা মার্কারকে এড়িয়ে জোরালো শটে বল জালে জড়িয়ে দেন। এদিন গোটা ম্যাচে সবুজ মেরুনের এতটাই দাপট ছিল যে বিক্ষিপ্ত কিছু আক্রমণ ছাড়া মোহন গোলরক্ষক দেবজিৎ মজুমদারকে সেভাবে বলই ধরতে হয়নি।
উল্লেখ্য, এদিন বসুন্ধরা এফসি কে ৩-১ গোলে পরাজিত করে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল আরেক ভারতীয় দল গোকুলম এফসিও। কিন্তু বিদায় নিল চেন্নাই সিটি এফসি।
চট্টগ্রাম আবাহনী - ০
অপ্রতিরোধ্য মোহনবাগান!
বিশেষত, এদিন যে ফুটবল খেলল কিবু ভিকুনার দল, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়।
ফলস্বরূপ, প্রথম ম্যাচে হারের পরেও উপর্যুপরি দুই ম্যাচে জয়লাভ করে শেখ কামাল ইন্টারন্যাশনাল কাপের সেমিফাইনালে চলে গেল মোহনবাগান। মোহনবাগানের হয়ে জয়সূচক গোলটি করেন ভি পি সুহের। খেলার ষাট মিনিটের মাথায় আবাহনীর পেনাল্টি বক্সের কাছাকাছি একটি লং বল উড়ে আসে। সুহের সেই বল ধরে গায়ে লেগে থাকা মার্কারকে এড়িয়ে জোরালো শটে বল জালে জড়িয়ে দেন। এদিন গোটা ম্যাচে সবুজ মেরুনের এতটাই দাপট ছিল যে বিক্ষিপ্ত কিছু আক্রমণ ছাড়া মোহন গোলরক্ষক দেবজিৎ মজুমদারকে সেভাবে বলই ধরতে হয়নি।
উল্লেখ্য, এদিন বসুন্ধরা এফসি কে ৩-১ গোলে পরাজিত করে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল আরেক ভারতীয় দল গোকুলম এফসিও। কিন্তু বিদায় নিল চেন্নাই সিটি এফসি।

No comments:
Post a Comment