এটিকে - ৫
হায়দ্রাবাদ - ০
অসাধারণ!
স্রেফ অসাধারণ।
বহুদিন পর এটিকের খেলা দেখে মনে হলো, যে তারা সত্যিকারের আইএসএল
চ্যাম্পিয়ন হবার দাবিদার। প্রথম খেলায় কেরালা ব্লাস্টারসের কাছে পরাজিত হবার পর এদিন দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো এটিকে।
যদিও ম্যাচের শুরুতে প্রাধান্য ছিল হায়দ্রাবাদের। কিন্তু দশ মিনিটের পর ধীরে ধীরে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় এটিকে। ডেভিড উইলিয়ামসের দুটি শট হায়দ্রাবাদের গোলরক্ষক কমলজিৎ অনবদ্যভাবে না বাঁচালে এবং রয় কৃষ্ণের একটি শট পোস্টে না লাগলে অনেক আগেই এগিয়ে যায় এটিকে। পঁচিশ মিনিটের মাথায় জেভিয়ার হার্নান্দেজের ডিফেন্সচেরা পাস ধরে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে ঠান্ডা মাথায় কমলজিৎকে পরাস্ত করে এটিকেকে ১-০ এগিয়ে দেন। এর ঠিক দুই মিনিট পরেই ২-০ করতাঁর সতীর্থ ফরোয়ার্ড রয় কৃষ্ণ রয় কৃষ্ণের জমিঘেষা দুরপাল্লার শট কমলজিতের বাড়ানো হাতে লেগে পোস্ট ছুঁয়ে গোলে ঢুকে যায়। এরপর একতরফা আক্রমণ চালাতে শুরু করে এটিকে। চুয়াল্লিশ মিনিটে আবার গোল! এবারও সেই ডেভিড উইলিয়ামস। আবারও সেই ডিফেন্স চেরা পাস, এবং সেই ঠান্ডা মাথার ফিনিশ!
বিরতির আগেই ৩-০ অগ্ৰগমণ! ম্যাচ কার্যত ওখানেই শেষ। তাও আক্রমণের রাশ আলগা করেনি হাবাসের দল। এবং দ্বিতীয়ার্ধে, খেলার একেবারে অন্তিম লগ্নে আরও দুটি গোল করে দলের বড় ব্যবধানে জয় সুনিশ্চিত করেন এডু গার্সিয়া। প্রথমে অষ্টাশি মিনিটে প্রবীর দাসের ক্রস থেকে দুরন্ত শটে ৪-০ করেন। ঠিক তার অব্যবহিত পরেই আরও একটি ক্রস থেকে নিঁখুত হেডে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি সম্পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৫-০ গোলে ম্যাচ জিতে নেয় এটিকে।
ম্যাচের পর চওড়া হাসি কোচ অ্যান্টোনিও জোসেফ হাবাসের মুখে। হবে নাই বা কেন, ঠিক লক্ষ্যেই যে এগোচ্ছে তাঁর দল।
অপরদিকে, জঘন্যভাবে হেরে আইএসএল অভিযান আরম্ভ করল হায়দ্রাবাদ।
হায়দ্রাবাদ - ০
অসাধারণ!
স্রেফ অসাধারণ।
বহুদিন পর এটিকের খেলা দেখে মনে হলো, যে তারা সত্যিকারের আইএসএল
যদিও ম্যাচের শুরুতে প্রাধান্য ছিল হায়দ্রাবাদের। কিন্তু দশ মিনিটের পর ধীরে ধীরে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় এটিকে। ডেভিড উইলিয়ামসের দুটি শট হায়দ্রাবাদের গোলরক্ষক কমলজিৎ অনবদ্যভাবে না বাঁচালে এবং রয় কৃষ্ণের একটি শট পোস্টে না লাগলে অনেক আগেই এগিয়ে যায় এটিকে। পঁচিশ মিনিটের মাথায় জেভিয়ার হার্নান্দেজের ডিফেন্সচেরা পাস ধরে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে ঠান্ডা মাথায় কমলজিৎকে পরাস্ত করে এটিকেকে ১-০ এগিয়ে দেন। এর ঠিক দুই মিনিট পরেই ২-০ করতাঁর সতীর্থ ফরোয়ার্ড রয় কৃষ্ণ রয় কৃষ্ণের জমিঘেষা দুরপাল্লার শট কমলজিতের বাড়ানো হাতে লেগে পোস্ট ছুঁয়ে গোলে ঢুকে যায়। এরপর একতরফা আক্রমণ চালাতে শুরু করে এটিকে। চুয়াল্লিশ মিনিটে আবার গোল! এবারও সেই ডেভিড উইলিয়ামস। আবারও সেই ডিফেন্স চেরা পাস, এবং সেই ঠান্ডা মাথার ফিনিশ!
বিরতির আগেই ৩-০ অগ্ৰগমণ! ম্যাচ কার্যত ওখানেই শেষ। তাও আক্রমণের রাশ আলগা করেনি হাবাসের দল। এবং দ্বিতীয়ার্ধে, খেলার একেবারে অন্তিম লগ্নে আরও দুটি গোল করে দলের বড় ব্যবধানে জয় সুনিশ্চিত করেন এডু গার্সিয়া। প্রথমে অষ্টাশি মিনিটে প্রবীর দাসের ক্রস থেকে দুরন্ত শটে ৪-০ করেন। ঠিক তার অব্যবহিত পরেই আরও একটি ক্রস থেকে নিঁখুত হেডে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি সম্পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৫-০ গোলে ম্যাচ জিতে নেয় এটিকে।
ম্যাচের পর চওড়া হাসি কোচ অ্যান্টোনিও জোসেফ হাবাসের মুখে। হবে নাই বা কেন, ঠিক লক্ষ্যেই যে এগোচ্ছে তাঁর দল।
অপরদিকে, জঘন্যভাবে হেরে আইএসএল অভিযান আরম্ভ করল হায়দ্রাবাদ।

No comments:
Post a Comment