চরম বঞ্চনা মোহন-ইস্টকে, এখনও বাকি পুরস্কারের অর্থ। - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

চরম বঞ্চনা মোহন-ইস্টকে, এখনও বাকি পুরস্কারের অর্থ।

Share This
গতবারের আই লীগের বিভিন্ন খেলার সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্থাৎ 'ম‍্যান অফ দ‍্যা ম‍্যাচের' পুরস্কার বাবদ যে অর্থ পাবার কথা প্রতিটি ম‍্যাচে, তা এখনও পাননি মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা। কবে পাবেন, তারও কোনো নিশ্চয়তা নেই। এখানেই শেষ নয়, গতবছর আই লীগে সার্বিকভাবে শ্রেষ্ঠ হোম ম‍্যাচ সংগঠক হিসাবে বিবেচিত হয়েছিল ইস্টবেঙ্গল। সেই পুরস্কারের অর্থও এখনও বকেয়া রয়েছে। আই লীগকে ক্রমশ গুরুত্বহীন করতে চাওয়া এআইএফএফের চরম ঔদাসীন‍্যের ফল আজ ভুগতে হচ্ছে দুই প্রধানকে।

No comments:

Post a Comment

Pages