তেরেঙ্গানু এফসি - ৪
মোহনবাগান - ২
শেখ কামাল ইন্টারন্যাশনাল কাপে শেষ ভারতের লড়াই।
আগের দিন চট্টগ্রামের কাছে গোকুলম হেরে যাওয়ার ফলে শেখ কামাল আন্তর্জাতিক কাপে মোহনবাগানই ছিল ভারতের শেষ ভরসা। কিন্তু আজ তারাও মালয়েশিয়ার দল তেরেঙ্গানুর কাছে পরাজিত হয়ে বিদায় নিল এই প্রতিযোগিতা থেকে।
এদিন শুরু থেকেই খেলার রাশ নিজেদের হাতে নিয়ে নেয় মালয়েশিয়ার দলটি। শুধু মাঝমাঠের দখল নেওয়াই নয়, সুযোগ বুঝে গোল লক্ষ্য করে করে শটও নিচ্ছিলেন তেরেঙ্গানুর খেলোয়াড়রা। ঊনচল্লিশ মিনিটে প্রথম গোল পায় তারা। বক্সের ঠিক বাইরে ফ্রিকিক থেকে জোরালো জমিঘেষা শটে মোহন গোলরক্ষক দেবজিৎ মজুমদারকে পরাস্ত করে তেরেঙ্গানুকে এগিয়ে দেন লি টাক। মোহনবাগানকে সমতায় ফিরিয়ে আনেন ফ্রান গঞ্জালেজ। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পায় মোহনবাগান। যা থেকে গোল করতে ভুল করেননি ফ্রান। এরপর ঊনষাট মিনিটে আবার দুরন্ত ফ্রিকিক থেকে তেরেঙ্গানুকে এগিয়ে দেন লি। এর দুমিনিট বাদেই অসাধারণ হেডে গোল করে মোহনবাগানকে ফের লড়াইয়ে ফেরান ফ্রান। কিন্তু পচাত্তর মিনিটে শিয়াফিক ইসমাইল গোল করে মালয়েশিয়ার দলটিকে পুনরায় এগিয়ে দেন। এরপর পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করে দলের জয় সুনিশ্চিত করেন লি টাক।
ফাইনালে তেরেঙ্গানু মুখোমুখি হবে বাংলাদেশের দল চট্টগ্রাম আবাহনী লিমিটেডের।
মোহনবাগান - ২
শেখ কামাল ইন্টারন্যাশনাল কাপে শেষ ভারতের লড়াই।
আগের দিন চট্টগ্রামের কাছে গোকুলম হেরে যাওয়ার ফলে শেখ কামাল আন্তর্জাতিক কাপে মোহনবাগানই ছিল ভারতের শেষ ভরসা। কিন্তু আজ তারাও মালয়েশিয়ার দল তেরেঙ্গানুর কাছে পরাজিত হয়ে বিদায় নিল এই প্রতিযোগিতা থেকে।
এদিন শুরু থেকেই খেলার রাশ নিজেদের হাতে নিয়ে নেয় মালয়েশিয়ার দলটি। শুধু মাঝমাঠের দখল নেওয়াই নয়, সুযোগ বুঝে গোল লক্ষ্য করে করে শটও নিচ্ছিলেন তেরেঙ্গানুর খেলোয়াড়রা। ঊনচল্লিশ মিনিটে প্রথম গোল পায় তারা। বক্সের ঠিক বাইরে ফ্রিকিক থেকে জোরালো জমিঘেষা শটে মোহন গোলরক্ষক দেবজিৎ মজুমদারকে পরাস্ত করে তেরেঙ্গানুকে এগিয়ে দেন লি টাক। মোহনবাগানকে সমতায় ফিরিয়ে আনেন ফ্রান গঞ্জালেজ। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পায় মোহনবাগান। যা থেকে গোল করতে ভুল করেননি ফ্রান। এরপর ঊনষাট মিনিটে আবার দুরন্ত ফ্রিকিক থেকে তেরেঙ্গানুকে এগিয়ে দেন লি। এর দুমিনিট বাদেই অসাধারণ হেডে গোল করে মোহনবাগানকে ফের লড়াইয়ে ফেরান ফ্রান। কিন্তু পচাত্তর মিনিটে শিয়াফিক ইসমাইল গোল করে মালয়েশিয়ার দলটিকে পুনরায় এগিয়ে দেন। এরপর পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করে দলের জয় সুনিশ্চিত করেন লি টাক।
ফাইনালে তেরেঙ্গানু মুখোমুখি হবে বাংলাদেশের দল চট্টগ্রাম আবাহনী লিমিটেডের।

No comments:
Post a Comment