জিতে লীগ শীর্ষে জামশেদপুর। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

জিতে লীগ শীর্ষে জামশেদপুর। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
জামশদপুর এফসি - ৩
হায়দ্রাবাদ এফসি - ১

দুরন্ত ছন্দে জামশদপুর!

প্রথম খেলায় নবাগত ওড়িশার বিরুদ্ধে জয়লাভ করার পর এদিন দ্বিতীয় খেলাতে হায়দ্রাবাদকে একপ্রকার উড়িয়ে দিল তারা। চৌত্রিশ মিনিটে জামশদপুরকে এগিয়ে দেন ফারুক চৌধুরী। এরপর প্রথমার্ধের সংযুক্তি সময়ে হায়দ্রাবাদের হয়ে গোল পরিশোধ করেন মার্সেলিনহো। কিন্তু দ্বিতীয়ার্ধে বাষট্টি এবং পচাত্তর মিনিটে যথাক্রমে অনিকেত যাদব এবং ক‍্যাস্টেল আরও দুটি গোল করে ম‍্যাচের রঙ বদলে দেন। নিশ্চিত হয়ে যায় জামশদপুরের জয়।

এই ম‍্যাচে জয়ের ফলে দুই ম‍্যাচের শেষে ছয় পয়েন্ট নিয়ে আইএসএলে পয়েন্ট তালিকার শীর্ষে রইল জামশদপুর। দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতল তারা। অপরদিকে দুই ম‍্যাচ খেলার পরেও এখনও পয়েন্টের খাতা খুলতে পারল না হায়দ্রাবাদ।

No comments:

Post a Comment

Pages