নর্থইস্ট ইউনাইটেড - ২
ওড়িশা এফসি - ১
প্রথম ম্যাচে বেঙ্গালুরুকে রুখে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে জয় পেল নর্থইস্ট। আজ টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ওড়িশার বিরুদ্ধে জয় পেল তারা। খেলার একেবারে শুরুতেই রিডিম লাংএর গোলে এগিয়ে যায় নর্থইস্ট। একাত্তর মিনিটে ওড়িশার হয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান জিসকো হার্নান্দেজ। এরপর দেলগাডো লাল কার্ড দেখে বেড়িয়ে যাওয়ায় দশজন হয়ে যায় ওড়িশা। সেই সুযোগে আক্রমণের ঝাঁঝ বাড়ায় নর্থইস্ট। চুরাশি মিনিটে কর্নার থেকে হেডে গোল করে নর্থইস্টকে আবার এগিয়ে দেন আসামোয়া জিয়ান। বাকি সময়ে দশজনে খেলা ওড়িশা আর গোল শোধ করতে পারেনি। ২-১ গোলে জিতে নর্থইস্ট চলে গেল আইএসএলের লীগ টেবিলের শীর্ষে, দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে।
ওড়িশা এফসি - ১
প্রথম ম্যাচে বেঙ্গালুরুকে রুখে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে জয় পেল নর্থইস্ট। আজ টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ওড়িশার বিরুদ্ধে জয় পেল তারা। খেলার একেবারে শুরুতেই রিডিম লাংএর গোলে এগিয়ে যায় নর্থইস্ট। একাত্তর মিনিটে ওড়িশার হয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান জিসকো হার্নান্দেজ। এরপর দেলগাডো লাল কার্ড দেখে বেড়িয়ে যাওয়ায় দশজন হয়ে যায় ওড়িশা। সেই সুযোগে আক্রমণের ঝাঁঝ বাড়ায় নর্থইস্ট। চুরাশি মিনিটে কর্নার থেকে হেডে গোল করে নর্থইস্টকে আবার এগিয়ে দেন আসামোয়া জিয়ান। বাকি সময়ে দশজনে খেলা ওড়িশা আর গোল শোধ করতে পারেনি। ২-১ গোলে জিতে নর্থইস্ট চলে গেল আইএসএলের লীগ টেবিলের শীর্ষে, দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে।
No comments:
Post a Comment