প্রথম দিন-রাতের টেস্ট ইডেনেই, ইতিহাসের অপেক্ষায় তিলোত্তমা। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

প্রথম দিন-রাতের টেস্ট ইডেনেই, ইতিহাসের অপেক্ষায় তিলোত্তমা। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
মহারাজের হাত ধরে আবারও এক নতুন অধ‍্যায় রচনার পথে কলকাতা।

সবকিছু ঠিকঠাক থাকলে ভারত-বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম‍্যাচ হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেনসেই। যা কিনা হতে চলেছে ভারতের খেলা সর্বপ্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ। বিসিসিআই সভাপতির দায়িত্ব নেওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে উদ্যোগী হয়েছেন ভারতে দিন-রাতের টেস্ট ম‍্যাচের আয়োজন করার জন্য। এবং ঘরের মাঠে আগামী বাংলাদেশ সিরিজেই ভারতের অভিষেক ঘটতে চলেছে দিন-রাতের টেস্ট ম‍্যাচে। প্রসঙ্গত, এ পর্যন্ত প্রায় সমস্ত টেস্ট খেলিয়ে দেশ দিন-রাতের টেস্ট ম‍্যাচ খেলে ফেললেও ভারত এখনও দিন-রাতের টেস্ট খেলেনি। দিন-রাতের টেস্ট খেলার ক্ষেত্রে সবুজ সঙ্কেত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।
এই ব‍্যাপারে বলে রাখা ভালো, দিন-রাতের টেস্ট ম্যাচ লাল বলে খেলা হয় না। খেলা হয় গোলাপি বলে। ইতিমধ্যেই এসজি কোম্পানির কাছে বাহাত্তরটি গোলাপি বলের অর্ডার চলে গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। অর্থাৎ প্রস্তুতি পুরোদমে চলছে ভারতের তরফে।

অধিনায়ক হিসাবে সৌরভ অভিষেক টেস্টে বাংলাদেশকে হারিয়ে বিদেশে টেস্ট জয়ের স্বাদ দিয়েছিলেন ভারতকে। তেমনই বিসিসিআই সভাপতি হিসাবেও আরও এক নতুন ইতিহাসের সূচনা করতে চলেছেন ভারতীয় ক্রিকেটে। কাকতলীয় হলেও এবারেও প্রতিপক্ষ সেই বাংলাদেশ।





No comments:

Post a Comment

Pages