কলিঙ্গের দাপটে আরব সাগরে নিমজ্জিত স্বপ্ননগরী। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

কলিঙ্গের দাপটে আরব সাগরে নিমজ্জিত স্বপ্ননগরী। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
ওড়িশা এফসি - ৪
মুম্বাই সিটি এফসি - ২

দুরন্ত জয় পেল ওড়িশা! এবারের আইএসএলে অভিষেকের পর এটিই প্রথম জয় কলিঙ্গবাহিনীর।

তাও আবার এমন একটি দলের বিরুদ্ধে, যারা নিজেদের প্রথম দুটি খেলায় কোনো গোল হজম করেনি।

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ওড়িশা। এবং পুরস্কারস্বরূপ মাত্র ছয় মিনিটের মাথাতেই জিসকো হার্নান্দেজের গোলে এগিয়ে যায় তারা। এরপর একুশ মিনিটে আবার গোল! এবার গোল করেন আরিডেন। একচল্লিশ মিনিটে ওড়িশার পক্ষে ৩-০ করেন জেরি মাওমিংথাঙ্গা। এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে মুম্বাই। মোহাম্মেদ লারবি একান্ন মিনিটে পেনাল্টি থেকে একটি গোল পরিশোধও করেন। কিন্তু বাহাত্তর মিনিটে আরিডেন তাঁর নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করে মুম্বাইয়ের সমস্ত আশায় জল ঢেলে দেন। একেবারে অন্তিম লগ্নে ওড়িশার ডোরোনসোরো ভুলবশত নিজেদের গোলে বল ঢুকিয়ে দিলে মুম্বাইয়ের পক্ষে ব‍্যবধান কমে। কিন্তু ততক্ষণে তাদের হার সুনিশ্চিত হয়ে গিয়েছে।

প্রথম জয় পেয়ে স্বাভাবিক ভাবেই খুব খুশি ওড়িশা কোচ গোম্বাউ। বললেন, এই জয় খেলোয়াড়দের পরিশ্রমের ফসল। অপরদিকে, ম‍্যাচ হেরে আত্মতুষ্টিকে দায়ী করলেন মুম্বাই কোচ জর্জ কোস্টা।



No comments:

Post a Comment

Pages