চেন্নাই এক্সপ্রেসকে লাইনচ্যুত করে শীর্ষস্থান দখল এটিকের। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

চেন্নাই এক্সপ্রেসকে লাইনচ্যুত করে শীর্ষস্থান দখল এটিকের। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
এটিকে এফসি - ১
চেন্নাইয়িন এফসি - ০

দুরন্ত ছন্দে এটিকে!

আগের খেলায় হায়দ্রাবাদের বিরুদ্ধে বড় ব‍্যবধানে জয় পাবার পরে এদিন চেন্নাইকে তাদের ঘরের মাঠে পরাজিত করল কলকাতার দলটি।

ম‍্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে আটচল্লিশ মিনিটে এটিকের হয়ে জয়সূচক গোলটি করেন ডেভিড উইলিয়ামস। এই নিয়ে এবারের আইএসএলে তিন নম্বর গোল হয়ে গেল এই অস্ট্রেলিয়ান খেলোয়াড়টির। আপাতত তিনিই এখন গোলদাতাদের তালিকায় শীর্ষে। সেই সঙ্গে তাঁর দল এটিকেও তিন ম‍্যাচে ছয় পয়েন্ট নিয়ে জামশদপুরের সাথে যুগ্মভাবে আইএসএলের শীর্ষে উঠে এল। যদিও এটিকে জামশদপুর এফসির থেকে একটি ম‍্যাচ বেশি খেলেছে। পাশাপাশি তিন ম‍্যাচের পরেও জয় অধরা চেন্নাইয়ের।

No comments:

Post a Comment

Pages