অবশেষে চ‍্যাম্পিয়ন পিয়ারলেস। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

অবশেষে চ‍্যাম্পিয়ন পিয়ারলেস। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
একষট্টি বছর!

হ‍্যাঁ, একষট্টি বছর। ১৯৫৮ র পরে ২০১৯।

২০০৯ এ খুব কাছে গিয়েও পারেনি নবাব ভট্টাচার্যের দল ইউনাইটেড স্পোর্টস। সেবার শেষ খেলায় বিতর্কিত গোলে তাদের হারিয়ে লীগ জেতে মোহনবাগান।

কিন্তু এবার আর ২০০৯ এর পুনরাবৃত্তি ঘটে নি। ফের কলকাতা  লীগে তিন প্রধান, অর্থাৎ ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানকে ডিঙিয়ে চ‍্যাম্পিয়ন হল অন্য কোনও দল। এবং সেই কাজ করে দেখাল পিয়ারলেস। যারা গত কয়েক বছর ধরেই কলকাতা লীগে বেশ ভালো ফল করে আসছে।

পিয়ারলেস-জর্জ ম‍্যাচের দিনই প্রায় নির্ধারিত হয়ে গিয়েছিল কলকাতা লীগের ভাগ্য। কিন্তু সরকারিভাবে বলা যাচ্ছিল না পিয়ারলেস চ‍্যাম্পিয়ন। কারণ ইস্টবেঙ্গলের শেষ খেলা তখনও বাকি ছিল। যা কিনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পিয়ারলেস - জর্জ ম‍্যাচের দিনই। কিন্তু ইস্টবেঙ্গল মাঠে জল জমে থাকায় সেই খেলা হয়নি। যদিও শেষ খেলায় ইস্টবেঙ্গলকে কাস্টমসের বিরুদ্ধে জিততে হতো কমপক্ষে সাত গোলের ব‍্যবধানে।

তাই গতকাল কাস্টমসের বিরুদ্ধে গতকাল ইস্টবেঙ্গল দল না নামানোর সঙ্গে সঙ্গেই সরকারিভাবে কলকাতা লীগ জিতে নেয় জহর দাসের দল। কলকাতা লীগের একশো একুশ বছরের ইতিহাসে প্রথমবার  একই সঙ্গে এইবছর কলকাতা লীগের সর্বোচ্চ গোলদাতা হলেন পিয়ারলেসের লাইবেরিয়ান ফরওয়ার্ড আনসুমানা ক্রোমা।


No comments:

Post a Comment

Pages