বিশাখাপত্তনমে শুরু হতে যাওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচে খেলবেন ঋদ্ধিমান সাহা। একটা সময় দীর্ঘদিন চোটের কারণে ভারতীয় দলের বাইরে থাকতে হয় বাংলার এই উইকেটরক্ষককে। চোট সারিয়ে ওঠার পর অবশেষে প্রথম দলে ফিরলেন তিনি। ভারতীয় টিম ম্যানেজমেন্টের মতে তিনিই এখন দেশের সেরা উইকেটরক্ষক। বিশেষ করে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রী মনে করেন, শুধু ভারতেরই নয়, এইমুহূর্তে তিনি বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার। পাশাপাশি ব্যাটসম্যান হিসাবেও যথেষ্ট দক্ষ তিনি। টেস্ট ক্রিকেটে তাঁর তিনটি শতরান আছে। উল্লেখ্য, এই টেস্টে দলে ফিরছেন অফস্পিনার অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনও। তিনিও বহুদিন জাতীয় দলের বাইরে ছিলেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের পুরো দল:- রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের পুরো দল:- রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা।
No comments:
Post a Comment