এফসি গোয়া - ৩
চেন্নাইয়িন এফসি - ০
দুর্দান্তভাবে আইএসএল ২০১৯-২০ শুরু করল এফসি গোয়া। প্রথম ম্যাচে দুই বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়িনকে কার্যত উড়িয়ে দিল তারা। বক্সের মধ্যে সেরিটন ফার্নান্দেজ মনভীরকে পাস বাড়ালে মনভীর সেই বল দেন ফাঁকা গোলের সামনে দাঁড়িয়ে থাকা সেইমিনলেন ডোঙ্গেলকে। এবং লেন গোল করতে কোনো ভুল করেননি। এরপর বাষট্টি মিনিটে আবার গোল। এবং আবারও সেই মনভীর! আগেরবার লেনকে দিয়ে গোল করিয়েছিলেন, এবার গোল করালেন ফেরান কোরোমিনাসকে দিয়ে। ছয় গজের বক্সের আশেপাশে বল বাড়ান কোরোমিনাসকে। এবং জোরালো শটে বল জালে জড়িয়ে দেন কোরো। এরপর একাশি মিনিটে কর্নারে পা ছুঁইয়ে ৩-০ করে চেন্নাইয়ের কফিনে শেষ পেরেক পুঁতে দেন কারলোস পেনা।
চেন্নাইয়িন এফসি - ০
দুর্দান্তভাবে আইএসএল ২০১৯-২০ শুরু করল এফসি গোয়া। প্রথম ম্যাচে দুই বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়িনকে কার্যত উড়িয়ে দিল তারা। বক্সের মধ্যে সেরিটন ফার্নান্দেজ মনভীরকে পাস বাড়ালে মনভীর সেই বল দেন ফাঁকা গোলের সামনে দাঁড়িয়ে থাকা সেইমিনলেন ডোঙ্গেলকে। এবং লেন গোল করতে কোনো ভুল করেননি। এরপর বাষট্টি মিনিটে আবার গোল। এবং আবারও সেই মনভীর! আগেরবার লেনকে দিয়ে গোল করিয়েছিলেন, এবার গোল করালেন ফেরান কোরোমিনাসকে দিয়ে। ছয় গজের বক্সের আশেপাশে বল বাড়ান কোরোমিনাসকে। এবং জোরালো শটে বল জালে জড়িয়ে দেন কোরো। এরপর একাশি মিনিটে কর্নারে পা ছুঁইয়ে ৩-০ করে চেন্নাইয়ের কফিনে শেষ পেরেক পুঁতে দেন কারলোস পেনা।
No comments:
Post a Comment