জামশদপুর এফসি - ২
ওড়িশা এফসি - ১
প্রথম খেলাতেই জয় পেল জামশদপুর। তাও আবার ম্যাচের বেশিরভাগ সময় দশজনে খেলে। অপরদিকে হার দিয়ে আইএসএলে পথ চলা শুরু এবারের নবাগত ওড়িশা এফসির।
ম্যাচের ষোল মিনিটেই পিছিয়ে পড়ে ওড়িশা। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের গোলেই ঢুকিয়ে দেন রানা ঘরামি। এরপর পয়ত্রিশ মিনিটে বিকাশ জাইরু লাল কার্ড দেখায় দশজন হয়ে যায় জামশদপুর। বিপক্ষ দশজন হয়ে যাবার সুযোগ নিয়ে কিছু ক্ষণ বাদেই সমতায় ফেরে ওড়িশা। চল্লিশ মিনিটে তাদের হয়ে গোল পরিশোধ করেন আরিডেন। কিন্তু দশজনে খেলা স্বত্ত্বেও লড়াই চালিয়ে যায় জামশদপুর এবং নির্ধারিত সময় শেষ হবার পাঁচ মিনিট আগে তারা ফের এগিয়ে যায়। গোল করেন ক্যাস্টেল। এরপর ওড়িশা আর গোল পরিশোধ করতে পারেনি। ফলে ২-১ গোলে ম্যাচ জিতে নেয় জামশদপুর। টুর্নামেন্টের শুরুতেই এইরকম জয় যে তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে, তা বলাই বাহুল্য।
ওড়িশা এফসি - ১
প্রথম খেলাতেই জয় পেল জামশদপুর। তাও আবার ম্যাচের বেশিরভাগ সময় দশজনে খেলে। অপরদিকে হার দিয়ে আইএসএলে পথ চলা শুরু এবারের নবাগত ওড়িশা এফসির।
ম্যাচের ষোল মিনিটেই পিছিয়ে পড়ে ওড়িশা। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের গোলেই ঢুকিয়ে দেন রানা ঘরামি। এরপর পয়ত্রিশ মিনিটে বিকাশ জাইরু লাল কার্ড দেখায় দশজন হয়ে যায় জামশদপুর। বিপক্ষ দশজন হয়ে যাবার সুযোগ নিয়ে কিছু ক্ষণ বাদেই সমতায় ফেরে ওড়িশা। চল্লিশ মিনিটে তাদের হয়ে গোল পরিশোধ করেন আরিডেন। কিন্তু দশজনে খেলা স্বত্ত্বেও লড়াই চালিয়ে যায় জামশদপুর এবং নির্ধারিত সময় শেষ হবার পাঁচ মিনিট আগে তারা ফের এগিয়ে যায়। গোল করেন ক্যাস্টেল। এরপর ওড়িশা আর গোল পরিশোধ করতে পারেনি। ফলে ২-১ গোলে ম্যাচ জিতে নেয় জামশদপুর। টুর্নামেন্টের শুরুতেই এইরকম জয় যে তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে, তা বলাই বাহুল্য।


No comments:
Post a Comment