পদ্মাপাড়ে হার দিয়ে অভিযান শুরু মোহনবাগানের। - দীপ্তাশিস দাশগুপ্ত। - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

পদ্মাপাড়ে হার দিয়ে অভিযান শুরু মোহনবাগানের। - দীপ্তাশিস দাশগুপ্ত।

Share This
ইয়ং এলিফ্যান্টস এফসি - ২
মোহনবাগান - ১

লাওস। যে দেশের বর্তমান ফিফা র‍্যাঙ্কিং ১৮৭। আর ভারতের ১০৪। অর্থাৎ লাওস কিনা ভারতের থেকে তিরাশি ধাপ পিছনে।

তা সেই লাওসের একটি দলের কাছেই শেখ কামাল আন্তর্জাতিক কাপের প্রথম খেলায় হার মানতে হল ভারতের অন‍্যতম সেরা দল মোহনবাগানকে। তাও আবার শুরুতেই এগিয়ে গিয়ে। এদিন খেলা আরম্ভ হওয়ার কিছুক্ষণের মধ্যেই জোসেব বেইতিয়ার কর্নারে হেড করে সবুজ মেরুনকে এগিয়ে দেন জুলিয়েন কলিনাস। এরপর খেলায় একচেটিয়া প্রাধান্য দেখাতে থাকে মোহনবাগান। কিন্তু মোহনবাগান রক্ষণের ভুলে খেলার গতির বিরুদ্ধে প্রথমার্ধেই সমতায় ফেরে ইয়ং এলিফ্যান্টস। তাদের হয়ে গোল পরিশোধ করেন সোমসে কিওহানাম।

এরপর দ্বিতীয়ার্ধেও প্রথমার্ধের প্রতিচ্ছবি। একতরফা আক্রমণ চালাতে থাকে মোহনবাগান। কিন্তু লাওসের দলটির গোলরক্ষক জয়সভতের তৎপরতায় একাধিক ক্ষেত্রে গোল পাওয়া থেকে বঞ্চিত হয় পালতোলা নৌকাবাহিনী। খেলার একেবারে অন্তিম লগ্নে পেনাল্টি পায় মোহনবাগান। মোহন জনতা যখন তাঁদের প্রিয় দলের জয় নিশ্চিত ভেবে আনন্দে উদ্বেলিত, তখন সকলকে স্তম্ভিত করে দিয়ে পেনাল্টিতে বেইতিয়ার শট রুখে দেন ইয়ং এলিফ্যান্টস দলের গোলরক্ষক জয়সভত। এরপর দ্রুত প্রতি আক্রমণের রাস্তায় হাঁটে ইয়ং এলিফ্যান্টস। ডানদিক থেকে চামথাচোন বল ধরে তা বাড়িয়ে দেন সোমসের উদ্দেশ্যে। আর সোমসে সেই বল ধরে অনায়াসে মোহন গোলরক্ষক দেবজিৎ মজুমদারকে পরাস্ত করে ম‍্যাচে নিজের দ্বিতীয় গোল করে ইয়ং এলিফ্যান্টসকে স্মরণীয় জয় এনে দেন। এবং প্রমাণ করে দেন, ফিফা র‍্যাঙ্কিং একটা সংখ্যামাত্র, কারণ খেলাটা মাঠেই হয়। বিশেষ দিনে যে ভালো খেলবে, সেই জয়লাভ করবে।


No comments:

Post a Comment

Pages