অসাধারণ টিফোর সমারোহে ফুটবলবিশ্বের মন জিতে নিল যুবভারতী। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

অসাধারণ টিফোর সমারোহে ফুটবলবিশ্বের মন জিতে নিল যুবভারতী। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
কলকাতা আছে কলকাতাতেই।

সম্প্রীতি, পরবর্তীকালে ভালো কিছু ঘটবার আশা, এই নিয়েই তো মানুষের জীবন।

আর সেই আগামীর আশাই যেন ফুটে উঠল ভারত সমর্থকদের তৈরি করা একাধিক টিফোতে। ভারত - বাংলাদেশ ম‍্যাচের দিন।

একটি টিফোতে দেখা যাচ্ছে, 'টাইমস অফ ইন্ডিয়া' নামক ইংরেজি দৈনিকের একটি কাল্পনিক সংস্করণের প্রথম পৃষ্ঠা। যেখানে শিরোনাম হল, 'ব্লু টাইগারস্ ক্রিয়েট হিস্টোরি, ড্রিম কামস্ ট্রু, ইন্ডিয়া কোয়ালিফাইস ফর দা ওয়ার্ল্ড কাপ। তলায় ভারতীয় ফুটবল দলের ভাইকিং ক্ল‍্যাপ দেওয়ার ছবি।

আবার অন‍্য একটি টিফো তুলে ধরেছে মিলনের চিত্র। যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান ও মহমেডানের সমর্থক কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে সমর্থন করছেন।

যা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে ফুটবলমহলে। সকলেই একবাক্যে প্রশংসা করছেন টিফোগুলির।

অভাবনীয় কিছু করতে গেলে দরকার হয় একটু উৎসাহ, একটু উদ্দীপনার। সেই উৎসাহ, সেই উদ্দীপনা একটা এক্স-ফ‍্যাক্টরের মত কাজ করবে। যা বিশেষ মুহূর্তে পথ দেখাবে, হতাশার অন্ধকারে আশার প্রদীপ জ্বালবে।

এবং সেটা যে কোনও রকম কিছু হতে পারে। কে বলতে পারে, আগামী দিনে এই টিফোর ভাবনাটাই সত্যি হবে না? হয়তো সত্যিই কোনোদিন ভারত ফুটবল বিশ্বকাপের মূলপর্বে খেলবে। আর সেই লক্ষ্যপূরণ হবার যাত্রা হয়তো আজ থেকেই শুরু হল। যুবভারতীতে উপস্থিত ভারত সমর্থকদের এই বার্তার মাধ্যমে।

এরপর লড়াই খেলার মাঠে। এখানে ইস্টবেঙ্গল - মোহনবাগান - মহমেডান নয়, বিদ্যমান শুধুই ভারত, আর দৃশ্যমান শুধুমাত্র তেরঙ্গা। এবং স্বপ্নের নাম 'ভারতভাগ্যবিধাতা'।





No comments:

Post a Comment

Pages