বহুদিন বাদে কলকাতায় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে ভারত। তাও আবার প্রতিবেশী দেশ বাংলাদেশের বিরুদ্ধে। স্বভাবতই ম্যাচ ঘিরে শহরের মানুষদের আগ্রহ উত্তেজনা তুঙ্গে। সেইমতো টিকিটের চাহিদাও বিশাল। অনলাইন এবং অফলাইনে দেদার বিক্রি হচ্ছে আজকের ম্যাচের টিকিট। ফুটবল পণ্ডিতদের মতে, আজ প্রায় সত্তর হাজার দর্শক সমাগম হতে চলেছে যুবভারতীতে। এই বিশাল জনসমর্থন যে ভারতীয় ফুটবল দলকে বাড়তি অনুপ্রেরণা জোগাবে, তা বলাই যায়।
ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী তো এদিন বলেই দিলেন যে তিনি কলকাতায় খেলা উপভোগ করেন। কলকাতার দর্শক যে ভারতীয় দলের শক্তি তাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি তিনি চান কলকাতার মানুষকে এই ম্যাচে জয় উপহার দিতে।
আর কয়েক ঘণ্টার প্রতীক্ষা। তারপরই বোঝা যাবে, যুবভারতী কার। গঙ্গার না পদ্মার।
No comments:
Post a Comment