ক্লাবের শততম বর্ষ চলছে।
আর তাই শতবর্ষকে স্মরণীয় করে রাখতে লাল হলুদ সদস্য সমর্থকরা চান তাদের প্রিয় দল কলকাতা লীগ জিতুক এই বছর। এবং জিতলে সেটা হবে চল্লিশতম কলকাতা লীগ খেতাব।
এবং অঙ্কটা খুবই 'সহজ'!
আর সেটা হল সাত গোলে জয়। হ্যাঁ, ক্যালকাটা কাস্টমসকে এই ব্যবধানেই হারাতে হবে ইস্টবেঙ্গলকে। কলকাতা লীগ জিততে হলে!
পারবে কি ইস্টবেঙ্গল? সাত গোল যে একটু বেশিই। তা সে যে দলের বিরুদ্ধেই হোক না কেন। কিন্তু দলটার নাম ইস্টবেঙ্গল। যারা কিনা চাপের মুখে সবসময়ই ভয়ঙ্কর। দেওয়ালে পিঠ ঠেকে গেলে যারা বাঘ হয়ে যায়। এবং অতীতে যে দল বহুবার কঠিন পরিস্থিতি থেকে খেতাব জয় করেছে শুধু মাত্র লড়াকু মানসিকতার জোরে।
যদিও আলেহান্দ্রো শেষ ম্যাচে পাচ্ছেন না তাঁর দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হাইমে স্যান্টোস কোলাডোকে। কার্ডের জন্য তিনি নেই। কিন্তু তাও লাল হলুদ সমর্থকদের অতি প্রিয় 'আলে স্যার' হাল ছাড়তে নারাজ। তাঁর বিশ্বাস, যারা আছেন তাঁরাই ম্যাচ বের করতে সক্ষম। আর দলটিকে তিনি তৈরিও করেছেন সেইভাবে। যাতে কোনও বিশেষ খেলোয়াড় না খেলতে পারলেও জিততে সমস্যা না হয়। লাল হলুদ সমর্থকরাও তাই আশায় বুক বাধছেন। খেলার মাঠে কিন্তু অসম্ভব বলে কিছু হয় না।
সবমিলিয়ে উত্তেজনাময় সমাপ্তির মুখে দাঁড়িয়ে ২০১৯এর কলকাতা লীগ।
আর তাই শতবর্ষকে স্মরণীয় করে রাখতে লাল হলুদ সদস্য সমর্থকরা চান তাদের প্রিয় দল কলকাতা লীগ জিতুক এই বছর। এবং জিতলে সেটা হবে চল্লিশতম কলকাতা লীগ খেতাব।
এবং অঙ্কটা খুবই 'সহজ'!
আর সেটা হল সাত গোলে জয়। হ্যাঁ, ক্যালকাটা কাস্টমসকে এই ব্যবধানেই হারাতে হবে ইস্টবেঙ্গলকে। কলকাতা লীগ জিততে হলে!
পারবে কি ইস্টবেঙ্গল? সাত গোল যে একটু বেশিই। তা সে যে দলের বিরুদ্ধেই হোক না কেন। কিন্তু দলটার নাম ইস্টবেঙ্গল। যারা কিনা চাপের মুখে সবসময়ই ভয়ঙ্কর। দেওয়ালে পিঠ ঠেকে গেলে যারা বাঘ হয়ে যায়। এবং অতীতে যে দল বহুবার কঠিন পরিস্থিতি থেকে খেতাব জয় করেছে শুধু মাত্র লড়াকু মানসিকতার জোরে।
যদিও আলেহান্দ্রো শেষ ম্যাচে পাচ্ছেন না তাঁর দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হাইমে স্যান্টোস কোলাডোকে। কার্ডের জন্য তিনি নেই। কিন্তু তাও লাল হলুদ সমর্থকদের অতি প্রিয় 'আলে স্যার' হাল ছাড়তে নারাজ। তাঁর বিশ্বাস, যারা আছেন তাঁরাই ম্যাচ বের করতে সক্ষম। আর দলটিকে তিনি তৈরিও করেছেন সেইভাবে। যাতে কোনও বিশেষ খেলোয়াড় না খেলতে পারলেও জিততে সমস্যা না হয়। লাল হলুদ সমর্থকরাও তাই আশায় বুক বাধছেন। খেলার মাঠে কিন্তু অসম্ভব বলে কিছু হয় না।
সবমিলিয়ে উত্তেজনাময় সমাপ্তির মুখে দাঁড়িয়ে ২০১৯এর কলকাতা লীগ।
No comments:
Post a Comment