টেলিগ্রাফের তার শর্ট সার্কিট হয়ে উড়ে গেল পালতোলা নৌকার ঝাঁপটায়। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

টেলিগ্রাফের তার শর্ট সার্কিট হয়ে উড়ে গেল পালতোলা নৌকার ঝাঁপটায়। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
মোহনবাগান - ৪
জর্জ টেলিগ্রাফ - ০

প্রথম দুই ম্যাচে হোঁচট খেলেও ধীরে ধীরে ছন্দে ফিরছে সবুজ মেরুন। এদিন জর্জ টেলিগ্রাফকে কার্যত উড়িয়ে দিল তারা। খেলার ফলাফল থেকেই স্পষ্ট, কতটা দাপট নিয়ে খেলেছে সবুজ মেরুন বাহিনী।

এদিন শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে মোহনবাগান। যে আক্রমণের সামনে একরকম দিশাহারা হয়ে যায় জর্জ টেলিগ্রাফ দলের রক্ষণ। মাত্র ষোল মিনিটেই চুলোভার ক্রস থেকে হেড করে মোহনবাগানকে এগিয়ে দেন সুহের। এরপর চৌত্রিশ মিনিটের মাথায় আবার গোল। এবার চামোরো! গুরজিন্দর বা প্রান্ত থেকে গোলমুখে ক্রস বাড়ালে জোরালো হেডে বল জালে জড়িয়ে দেন তিনি। বিরতিতে স্কোর ছিল ২-০, সবুজ মেরুনের পক্ষে।

দ্বিতীয়ার্ধেও সেই একই চিত্র। বারংবার আক্রমণে রীতিমত নাজেহাল জর্জ। যার ফলস্বরূপ আরও দুটি গোল পায় মোহনবাগান। একাত্তর মিনিটে চুলোভার পাস থেকে ৩-০ করেন নংডাম্বা  নাওরেম। এরপর চুরাশি মিনিটে জর্জের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ফ্রান গঞ্জালেজ, নাওরেমের চিপ থেকে নিখুঁত হেডে বল গোলে পাঠিয়ে।

এই জয়ের ফলে মোহনবাগান ছয় ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে লীগ তালিকার শীর্ষে রইল। এবং আজকে সবুজ মেরুন দলের যা পারফরম্যান্স, তাতে কিবু ভিকুনার দলকে নিয়ে আশাবাদী হতেই পারেন সমর্থকরা। 

No comments:

Post a Comment

Pages