মোহনবাগান -২
ভবানীপুর - ০
এই মুহূর্তে কলকাতা প্রিমিয়ার 'এ' ডিভিশনের শীর্ষে থাকা ভবানীপুর স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে সহজ জয় পেল মোহনবাগান। কলকাতা লীগ জেতার লড়াইয়ে থাকার জন্য এই ম্যাচ জেতাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল মোহনবাগানের কাছে। সেই কাজে তারা সফল।
প্রথমার্ধের ঊনত্রিশ মিনিটের মাথায় ব্রিটো বল বাড়ান নাওরেমকে। নাওরেম সেই বল ধরে ঠেলে দেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা জেসুরাজের দিকে। জেসুরাজ ফাঁকা গোলে বল ঠেলতে ভুল করেননি। দ্বিতীয়ার্ধে নাওরেম নিজেই গোল করে ব্যবধান বাড়ান।
দুই গোল হয়ে যাবার পরে দলের প্রধান ফরোয়ার্ড চামোরোকে তুলে নেন মোহনবাগানের স্প্যানিশ কোচ ভিকুনা। নামান বেইতিয়াকে। কারণ তাঁর লক্ষ্য সমস্ত বিদেশিকে নিয়মিত খেলার মধ্যে রাখা। যাতে তাঁরা ম্যাচ ফিট থাকেন।
এই ম্যাচ জেতার ফলে মোহনবাগানের পয়েন্ট দাঁড়ালো পাঁচ ম্যাচে আট।
ভবানীপুর - ০
এই মুহূর্তে কলকাতা প্রিমিয়ার 'এ' ডিভিশনের শীর্ষে থাকা ভবানীপুর স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে সহজ জয় পেল মোহনবাগান। কলকাতা লীগ জেতার লড়াইয়ে থাকার জন্য এই ম্যাচ জেতাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল মোহনবাগানের কাছে। সেই কাজে তারা সফল।
প্রথমার্ধের ঊনত্রিশ মিনিটের মাথায় ব্রিটো বল বাড়ান নাওরেমকে। নাওরেম সেই বল ধরে ঠেলে দেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা জেসুরাজের দিকে। জেসুরাজ ফাঁকা গোলে বল ঠেলতে ভুল করেননি। দ্বিতীয়ার্ধে নাওরেম নিজেই গোল করে ব্যবধান বাড়ান।
দুই গোল হয়ে যাবার পরে দলের প্রধান ফরোয়ার্ড চামোরোকে তুলে নেন মোহনবাগানের স্প্যানিশ কোচ ভিকুনা। নামান বেইতিয়াকে। কারণ তাঁর লক্ষ্য সমস্ত বিদেশিকে নিয়মিত খেলার মধ্যে রাখা। যাতে তাঁরা ম্যাচ ফিট থাকেন।
এই ম্যাচ জেতার ফলে মোহনবাগানের পয়েন্ট দাঁড়ালো পাঁচ ম্যাচে আট।
No comments:
Post a Comment