মাঠে বানের জল, ভেস্তে গেল লাল হলুদের ম‍্যাচ। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

মাঠে বানের জল, ভেস্তে গেল লাল হলুদের ম‍্যাচ। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
মাঠে জল জমে থাকার কারণে ভেস্তে গেল ইস্টবেঙ্গল-কাস্টমস ম‍্যাচ। খেলা শুরুর নির্ধারিত সময়ে দেখা যায়, এরিয়ান গ‍্যালারির উল্টো দিকে এবং ইস্টবেঙ্গল গ‍্যালারির সামনে কর্নার ফ্ল‍্যাগের কাছে বেশ খানিকটা জায়গা জুড়ে জল জমা হয়ে আছে। দীর্ঘ সময় অপেক্ষা করবার পরেও জল না নামবার দরুন ম‍্যাচ কমিশনার এই ম‍্যাচটিকে আজকের মত পরিত্যক্ত ঘোষণা করেন। প্রসঙ্গত, আজকের বাকি দুটি ম‍্যাচ নির্ধারিত সময়েই হয়েছে। একটি ম‍্যাচে পিয়ারলেস ২-০ গোলে জর্জ টেলিগ্ৰাফকে এবং অপর খেলায় মোহনবাগান ৩-০ গোলে কালিঘাটের বিরুদ্ধে জয়ী হয়। যেহেতু সরাসরি চ‍্যাম্পিয়নশিপের সঙ্গে যুক্ত, তাই আইএফএ এই তিনটি ম‍্যাচ এক দিনে একই সময়ে আয়োজন করবার সিদ্ধান্ত নেয়।

No comments:

Post a Comment

Pages